খেলা
টোকিও অলিম্পিক

নাম সরিয়ে নিলেন ফেদেরার

ক্রীড়া ডেস্ক: আগামী টোকিও অলিম্পিকে সর্বোচ্চ ২০টি গ্রান্ডস্লাম জয়ী টেনিস কিংবদন্তি রজার ফেদেরারকে দেখা যাচ্ছে না। দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ৩৯ বছর বয়সী এই সুইস তারকা। এর ফলে নাদাল-ফেদেরার বিহীন টেনিস প্রতিযোগিতার সাক্ষী হতে যাচ্ছে টোকিও অলিম্পিক।

এর আগে রাফায়েল নাদাল অলিম্পিকের পুরুষ একক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন কিংবদন্তি নারী টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। তবে ফেদেরার নাম প্রত্যাহারের কারন ফিটনেস।

বিশ্ব র‍্যাংকিংয়ে বর্তমানে নয়ে থাকা ফেদেররের হাঁটুতে ২০২০ সালে তিনটি অস্ত্রোপচার হয়েছে। কোর্টের বাইরে ছিলেন বছরের পুরোটাই। পছন্দের টুর্নামেন্ট উইম্বলডনে ফিরলেও বাদ পড়েছেন বাজেভাবে। উইম্বলডনের যে ঘাসের কোর্টে কখনো ৬-০ গেমে সেট হারেননি, সেটাই ঘটেছে এবার। ফের তাঁকে ঘাসের কোর্টে দেখা যাবে কিনা তাই নিয়েও রয়েছে সংশয়।

যে হাঁটুর চোট থেকে সেরে উঠতে বিরতি নিয়েছিলেন, সেই চোটই ফের মাথাচড়া দিয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নাম প্রত্যাহারের বিষয়টি জানিয়ে এই টেনিস কিংবদন্তি লেখেন, ‘ঘাসের কোর্টের মৌসুম চলার সময়েই আমি হাঁটুর চোটে আক্রান্ত হই। আমি মেনে নিয়েছি, আমাকে টোকিও অলিম্পিক গেমস থেকে সরে দাঁড়াতেই হবে। আমি খুবই হতাশ। কারণ, নিজের দেশের প্রতিনিধিত্ব যতবার করেছি, প্রতিবার তৃপ্তি পেয়েছি অনেক।’

এর মাঝেই সেরে উঠতে কাজ শুরু করে দিয়েছেন ফেদেরার। আশাবাদী সামনের গ্রীষ্মেই মাঠে ফেরার। তিনি আরও লেখেন, ‘আমি এর মধ্যেই চোটের পুনর্বাসন শুরু করে দিয়েছি। আশা করব, সামনের গ্রীষ্মেই আবার কোর্টে ফিরতে পারব। গোটা সুইস দলকে আমার শুভকামনা। আমি দূর থেকে তাঁদের সমর্থন করে যাব।’

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা