খেলা
অবসরের ঘোষণা দেননি

ভালোবাসায় সিক্ত মাহমুদউল্লাহ!

স্পোর্টস ডেস্ক: কয়েকদিন ধরে নানা আলোচনা চলছিলো মাহমুদউল্লাহর অবসর নিয়ে। অবসরের সিদ্ধান্ত ঘিরে যেন রীতিমতো নাটক চলছে বলা যায়। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিসিবি কেহ কোনো কথা বলেনি। এমনিকি টেস্ট ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে কোনো কিছু জানাননি মাহমুদউল্লাহও।

কেবলমাত্র সতীর্থদের নিজের অবস্থান জানিয়েছেন। সতীর্থরাই হারারে টেস্টের পঞ্চম দিনে মাঠে নামার আগে ‘গার্ড অব অনার’ দিয়েছেন। ম্যাচ শেষে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সতীর্থদের বিভিন্ন পোস্টে ভালোবাসায় সিক্ত হলেন মাহমুদউল্লাহ।

রবিবার (১১ জুলাই) ম্যাচ শেষে মাহমুদউল্লাহকে ঘিরে উৎসব চলে। ম্যাচসেরার পুরস্কার নেওয়ার পর এই অলরাউন্ডারকে জড়িয়ে ধরেন সাকিব আল হাসান। ড্রেসিংরুমে মাহমুদউল্লাহকে ঘিরে চলে উৎসব। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ছবি দিয়ে মাহমুদউল্লাহর প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করেছেন তারা।

তামিম ইকবাল নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘লাল বলের ক্রিকেটে আপনার সেবার জন্য ধন্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। সীমিত পরিসরের ক্রিকেটে দারুণ কিছু সময় কাটানোর অপেক্ষায় আছি।’

মাহমুদউল্লাহকে জড়িয়ে ধরে একটি ছবি পোস্ট করে মুশফিকুর রহিম ক্যাপশন করেছেন, ‘আপনার ৫০তম টেস্টে ম্যাচে ম্যান অব দ্য পুরস্কার এবং ম্যাচ উইনিং পারফরম্যান্সের জন্য অভিনন্দন। দারুণ জয় পেয়েছি।’

নিজের অভিষেক টেস্টের কথা মনে করিয়ে রুবেল হোসেন লিখেছেন, ‘রিয়াদ ভাই সবসময় আমার কাছে বড় অনুপ্রেরণা। আমরা একসঙ্গে টেস্ট অভিষেক করেছিলাম। ভবিষ্যতে আর একসঙ্গে সাদা জার্সিতে খেলা হবে না ভেবে খারাপ লাগছে। তবে আশা করছি, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে আরও দীর্ঘ সময় পাবো ইনশাআল্লাহ্।’

হারারে টেস্টে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত লিখেছেন, ‘আমি যেকোনও দলে খেলি না কেন, তার মতো একজন রত্নকে ড্রেসিংরুমে পেয়েছি। আপনার থেকে অনুপ্রেরণার পাশাপাশি অনেক কিছু শিখেছি। টেস্ট ক্রিকেটে দেশকে যে সেবা দিয়েছেন সেজন্য ধন্যবাদ। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক।’

মাহমুদউল্লাহর সঙ্গে ট্রফি নিয়ে অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, ‘রিয়াদ ভাই এটা অনেক বড় সম্মানের। আপনার অবদান ও ভালোবাসার জন্য আপনাকে ধন্যবাদ।’

উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে লিখেন, ‘আপনি সবসময় আমার জন্য আদর্শ ও অনুপ্রেরণা হয়ে ছিলেন। আপনার অধীনে আমার ক্যারিয়ার শুরু করেছি। আপনার থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্যাপ পেয়েছি। সর্বদা আপনার মনোভাব এবং তাড়না দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। ভালোবাসি, আপনি যেভাবে আমাকে পথ দেখিয়েছেন। আরও অনেক বছর লাল-সবুজের জার্সিতে আপনাকে দেখতে মুখিয়ে আছি। আপনার জন্য শুভকামনা।’

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘ঈশ্বরীয় পুণ্যের অধিকারী এক দুর্দান্ত খেলোয়াড় আপনি! বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আপনি টেস্ট ক্রিকেট ছাড়ছেন। খেলোয়াড়, ভক্তরা আপনাকে এ ফরম্যাটের ক্রিকেটে মিস করবে। আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি। আরও শিখতে মুখিয়ে আছি। আপনি যে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করছেন তা উপভোগ করুন।’

লিটন দাস লিখেছেন, ‘একটি টেস্ট ম্যাচ জেতা সবসময়েই গর্বের। রিয়াদ ভাইয়ের সঙ্গে খেলতে পারা আমার জন্য দারুণ ব্যাপার। সাদা জার্সিতে আপনাকে আমরা অবশ্যই মিস করবো।’

গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে হতাশাজনক পারফরম্যান্সের পর গুঞ্জন ওঠে, টেস্ট থেকে বাদ পড়ছেন মাহমুদউল্লাহ। সেই গুঞ্জন সত্যিও হয় জিম্বাবুয়ের বিপক্ষে ঠিক তার পরের একমাত্র টেস্টে বাদ পড়ে।

এমনকি গত বছরের মার্চে বিসিবি ঘোষিত কেন্দ্রীয় টেস্ট চুক্তিতে ছিলেন না মাহমুদউল্লাহ। স্বাভাবিকভাবেই ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে লাল বলে উপেক্ষিত ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, অভিমানেই মাহমুদউল্লাহর এমন সিদ্ধান্ত।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফিরেই দলকে জেতালেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

শাহবাগে ৪ ঘণ্টা ধরে অবরোধ, যান চলাচল বন্ধ, ভোগান্তি

জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করা ও জুলাই ঘোষণাপত...

এখন আলোচনায় 'এক্সিট''

প্রতিবেদনে বলা হচ্ছে, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বয়স সামনের ম...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

বাগেরহাটে আসন কমানোর প্রস্তাবে জেলাব্যাপী উত্তেজনা, সর্বদলীয় পরিষদের আন্দোলনের হুঁশিয়ারি

বাগেরহাটে আসন কমানোর প্রস্তাবে জেলাব্যাপী উত্তেজনা, সর্বদলীয় পরিষদের আন্দোলনে...

বাগেরহাটে আসন কমানোর প্রস্তাবে জেলাব্যাপী উত্তেজনা, সর্বদলীয় পরিষদের আন্দোলনের হুঁশিয়ারি

বাগেরহাটে আসন কমানোর প্রস্তাবে জেলাব্যাপী উত্তেজনা, সর্বদলীয় পরিষদের আন্দোলনে...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ফিরেই দলকে জেতালেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

পুতিনকে ‘পছন্দ’ করেন মেলানিয়া : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা