পাবনার ছাইকোলা চৌরাস্তা মোড়ের আসকান আলী সুপার মার্কেট এভাবেই রাঙিয়েছেন ব্রাজিল ভক্ত ব্যবসায়ী শাহীন হোসেন
খেলা
ব্রাজিলভক্তের কাণ্ড

পতাকার রঙে রাঙালেন মার্কেট

নিজস্ব প্রতিবেদক: ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের ফুটবল টিমের প্রতি অগাধ প্রেম ও ভালবাসায় সিক্ত হয়ে সে দেশের পতাকার রঙে নিজেদের পুরো মার্কেট রাঙিয়েছেন এক ব্যবসায়ী। রাস্তার মোড়ে দোতলা মার্কেটটি নজর কাড়ছে পথচারীদের। সেই সাথে দলটির অন্যান্য ভক্তরাও ব্রাজিল প্রেমে মজেছেন।

স্থানীয় সূত্র জানায়, ব্রাজিলের পতাকায় মার্কেট রাঙিয়ে দেয়া এই ভক্ত হলেন পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের আসকান আলীর ছেলে ব্যবসায়ী শাহীন হোসেন (৩০)। ছাইকোলা চৌরাস্তা মোড়ে অবস্থিত তার বাবার নামে 'আসকান আলী সুপার মার্কেট'।

জানা যায়, ছোটকাল থেকেই শাহীন ব্রাজিলের খেলার ভক্ত। এক বছর আগে দোতলা মার্কেটটি নির্মাণ করা হয়। চলতি বছর অনুষ্ঠিত হয় কোপা শিরোপার আসর। দিন যতই বাড়তে থাকে ফুটবল প্রেমিদেরও বাড়তে থাকে উত্তেজনা। সবকিছু ছাপিয়ে ব্রাজিল টিমের প্রতি ভালবাসা থেকেই শাহীন ব্রাজিলের পতাকার আদলে রাঙিয়ে দেন পুরো মার্কেট ভবন।

ঘটনাটি অন্তত ছয় মাস আগে। তখনও কোপা আমেরিকার শিরোপা নিয়ে হয়ত মাতামাতি তেমনটা হয়নি। যেমনটা হয়েছে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ব্রাজিলকে পেয়ে। কিন্তু সেই ছয় মাস আগেই শাহীনের মন রাঙিয়েছিল কোপা আমেরিকা শিরোপা।

তিনি হয়ত ভেবেছিলেন অন্যান্য বারের মতো এবারও ব্রাজিলের ঘরেই উঠবে শিরোপা। কিন্তু হলো না। খালি হাতেই ফিরতে হলো দলটিকে। ১৬ বছর পর শিরোপাটি ঘরে তুলেছেন ফুটবল ইশ্বর দিয়েগো ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা। শাহীন মিস্ত্রির সাথে আলাপ করে বুঝিয়ে দিয়েছিলেন তার ভালবাসা ও পরিকল্পনার কথা। পরে ব্রাজিলের পতাকার রঙে পুরো মার্টেকটি রাঙিয়ে দেন।

চৌরাস্তা মোড়ের মার্কেটটি এখন ফুটবল প্রেমিদের ঠিকানা! নজরও কাড়ছে পথচারী ও স্থানীয়দের। যাত্রাপথে একবার হলেও চোখ বুলিয়ে নিচ্ছেন ভক্তরা। হয়ত অজান্তেই। আর এমন ভালবাসা যে বিরল।

সূত্র জানায়, পুরো মার্কেটটি এভাবে রাঙাতে তার খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকার অধিক। পুরো রঙের কাজ শেষ হতে সময় লেগেছে একমাসের কাছাকাছি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা