খেলা

লিভারপুলকে বিদায় করে সেমিতে রিয়াল

ম্পোর্টস ডেস্ক : প্রথম লেগে দুই গোলে পিছিয়ে থাকা লিভারপুলকে ঘরের মাঠে জিততে হতো অন্তত দুই গোলের ব্যবধানে। সেই চেষ্টা ম্যাচের শুরু থেকেই করে গেল ইয়ূর্গেন ক্লপের দল। কিন্তু রিয়াল মাদ্রিদের জমাট রক্ষণের বিপক্ষে একটা গোলও আদায় করতে পারেননি মোহাম্মদ সালাহ, সাদিও মানেরা। ফলে প্রথম লেগের ফলাফলই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুলে দিল রিয়াল মাদ্রিদকে।

বুধবার (১৪ এপ্রিল) অ্যানফিল্ডে লিভারপুল-রিয়াল মাদ্রিদের লড়াইটা গোলশূন্য ড্র হয়েছে। ফলে প্রথম লেগে ৩-১ গোলে এগিয়ে থাকা রিয়াল ওই ব্যবধানেই সেমির টিকিট পেয়েছে।

দুই গোলে পিছিয়ে থাকা লিভারপুল ঘরের মাঠে শুরু থেকেই গোলের উদ্দেশ্যে তেঁড়েফুঁড়ে ফুটবল খেলেছে। অপর দিকে গোলের চিন্তা বাদ দিয়ে রক্ষণে চীনের মহাপ্রাচীর গড়ে তুলতে চেয়েছে রিয়াল মাদ্রিদ! ৫৬ শতাংশ বলের দখল ধরে রেখে লিভারপুল গোলবার লক্ষ্যে শট নিয়েছে ১১টি, অপর দিকে রিয়াল পুরো ম্যাচে শট নিয়েছে মাত্র ৩টি। তবুও জালের ঠিকানা খুঁজে পায়নি লিভারপুল।

অ্যানফিল্ডে ম্যাচের আগে অনাকাঙ্খিত এক ঘটনার মুখে পড়তে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। লিভারপুল সমর্থকদের আক্রমণের মুখে পরে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের বহনকারী বাসটি। কিছু একটা ছুড়ে মেরে বাসের কাঁচ ভেঙে দেওয়া হয়।

এই ঘটনার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো লিভারপুল মাঠের ফুটবলে এগিয়ে যেতে পারত দ্বিতীয় মিনিটেই। কিন্তু সাদিও মানের কাছ থেকে বিপজ্জনক স্থানে বল পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি মোহাম্মদ সালাহ। একাদশ মিনিটে জেমস মিলনারের শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।

২০ মিনিটে পাল্টা আক্রমণে গোল প্রায় পেয়েই যাচ্ছিল রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার শট পোস্টে লেগে প্রতিহত হয়। ৪০ মিনিটে আবারও সুযোগ মিস করেছেন সালাহ। সুবিধাজনক স্থানে বল পেয়েও ভালো শট নিতে পারেননি মিশরীয় তারকা।

দ্বিতীয়ার্ধের শুরুতে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে হতাশ করেছেন কোর্তোয়া। ৬৬ মিনিটে রিয়ালের ভিনিসিয়ুস জুনিয়রকে গোলবঞ্জিত করেন লিভারপুল গোলরক্ষক অ্যালিসন। শেষ দিকে গোলের জন্য মরিয়া লিভারপুল নিজেদের অর্ধ ছেড়ে উঠেছিল। কিন্তু জমাট রক্ষণ গড়া রিয়াল যেন প্রস্তুতই ছিল! ঠান্ডা মাথায় একটার পর একটা আক্রমণ রুখে দিয়েছে মাদ্রিদের ক্লাবটি। যাতে গোলশূন্য ড্রতে নিষ্পত্তি হয়েছে দু'দলের লড়াই।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে ভূমি দুস্যুর বিরুদ্ধে মানববন্ধন 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম...

ফসলের ক্ষতি করে চলছে অবৈধ ব্যাটারি ইন্ডাস্ট্রি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

আজ শেরে বাংলার ৬২তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক: আজ অবিভক্ত বাংল...

গরমে বারবার গোসল করা কি ক্ষতিকর?

লাইফস্টাইল ডেস্ক: বৈশাখের শুরু থে...

খাগড়াছড়িতে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

বঙ্গোপসাগর থেকে ভেসে এসেছে টর্পেডো 

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জে...

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যভিত্তিক ইন্টারন্যাশনাল ফাইন্যান...

শেখ জামালের জন্মদিনে যুবলীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্...

হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

নাসিরনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে হিট স্ট্রোকে যু...

বায়ুদূষণে আজ ঢাকা সপ্তম

নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণে বিশ্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা