খেলা

রোমাঞ্চকর ম্যাচে ইন্টারকে হারিয়ে প্রথম জয় রিয়ালের

স্পোর্টস ডেস্ক : আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্রথম জয়ের মুখ দেখল রিয়াল মাদ্রিদ। ইন্টার মিলানের সঙ্গে পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচটি শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। রিয়ালের হয়ে গোল করেন করিম বেনজেমা, সার্জিও রামোস এবং রদ্রিগো। এটি সার্জিও রামোসের রিয়াল মাদ্রিদের হয়ে ১০০তম গোল।

চ্যাম্পিয়নস লিগে সময়টা ভালো কাটছিল না রিয়াল মাদ্রিদের। মৌসুমের প্রথম ম্যাচেই ঘরের মাঠে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ৩-২ গোলের হার। এরপর বুরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখের মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে এক পয়েন্ট নিয়ে ফেরে লস ব্ল্যাঙ্কোসরা। এমন অবস্থায় শক্তিশালী ইন্টার মিলানকে আতিথ্য দেয় রিয়াল। তবে এবার আর কক্ষচ্যুত হয়নি রিয়াল। ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে মৌসুমের প্রথম জয় পেল লস ব্ল্যাঙ্কোসরা।

ম্যাচের ২৫ মিনিটের মাথায় ইন্টার ফুলব্যাক আশরাফ হাকিমি নিজেদের গোলরক্ষক হ্যান্ডানোভিচকে ব্যাক পাস দিলে তা ধরে ফেলে করিম বেনজেমা। আর ডি বক্সের বাইরে থেকে হ্যান্ডানোভিচকে বোকা বানিয়ে বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়েন বেনজেমা, ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। এটি চ্যাম্পিয়নস লিগে বেনজেমার ৬৭তম গোল।

প্রথম গোলের পর মরিয়া হয়ে ওঠে রিয়াল, গোলের ক্ষুধা পেয়ে বসে লস ব্ল্যাঙ্কোসদের। তবে অপেক্ষা করতে হয় ম্যাচের সময় আধা ঘণ্টা পেরুনো পর্যন্ত। ম্যাচের ৩৩ মিনিটের মাথায় টনি ক্রুসের নেওয়া কর্নার কিক থেকে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান সার্জিও রামোস আর রিয়াল এগিয়ে যায় ২-০ ব্যবধানে। এটি রিয়ালের জার্সি গায়ে রামোসের ১০০তম গোল।

তবে দুই গোলে পিছিয়ে পড়া ইন্টার দ্রুতই নিজেদের গুছিয়ে নেয়, ৩৫ মিনিটের মাথায় নিকোলো বারেল্লার দুর্দান্ত ব্যাকফ্লিপ পাসে রিয়ালের ডি বক্সে বল পেয়ে যান লটারো মার্টিনেজ। রাফায়েল ভারানের সামনে থেকেই বল রিসিভ করে জালে জড়ান এই আর্জেন্টাইন। প্রথমার্ধের খেলা শেষের আগেই ব্যবধান ২-০ থেকে ২-১ করেন লটারো।

প্রথমার্ধের বিরতি থেকে ফিরে নিজেদের ফিরে পেতে শুরু করে ইন্টার মিলান। রিয়ালের রক্ষণের বেশ ভালোই পরীক্ষা নিতে শুরু করে পেরিসিচ, লটারোরা। অবশেষে ম্যাচের ৬৮ মিনিটের মাথায় লটারো মার্টিনেজের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান ইভান পেরিসিচ। আর তাতেই ২-২ গোলে সমতায় ফেরে ইন্টার। ম্যাচের ৭৮ মিনিটের মাথায় টনি ক্রুসের বদলি হিসেবে মাঠে নামেন লুকা মদ্রিচ। আর নেমেই মধ্যমাঠের নিয়ন্ত্রণ নেন।

তার নামার মিনিট দুই পরে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান এক পাস থেকে জোরালো শটে গোল করে ব্যবধান ৩-২ করেন রদ্রিগো। দুই ব্রাজিলিয়ান যুগলবন্দিতে দুর্দান্ত এক গোলের দেখা মেলে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-২ গোলের ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এসেছে রিয়াল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির ভিডিও ভাইরাল, এনসিপি নেতাকে শোকজ

চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধ করতে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ...

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান বাংলাদেশের বোয়িং

ইতালির রোমে আটকা পড়েছে বিমানের একটি বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজ।বিমানটিতে ২...

বাংলাদেশে জার্মানির নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ আনুষ্ঠানিকভাবে দায়িত...

নির্বাচন কমিশন অভিমুখী মিছিল থেকে রাহুল–প্রিয়াঙ্কা আটক

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক...

গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার ৪ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আল–জাজিরার চার সাংবাদিক নিহত হয়েছেন...

ইভিএম বাতিল, ফিরছে ‘না’ ভোট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বাতিল করে ‘না’ ভোটের বিধান ফিরি...

অবহেলায় শিক্ষা খাত, সংস্কারে কমিশনও করা হয়নি

অন্তর্বর্তী সরকারের এক বছরে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন হ...

ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়ার ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চ...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মা...

রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক

রংপুরে তারাগঞ্জ উপজেলা এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা