ছবি: সংগৃহীত
জাতীয়
‘লাইন নয়, অনলাইন!’

মেট্রোরেল কার্ড রিচার্জ এখন ঘরে বসেই

সান নিউজ অনলাইন 

ঢাকা, ২৫ নভেম্বর ২০২৫ – রাজধানীর মেট্রোরেল যাত্রীদের জন্য দীর্ঘ লাইন ধরার ঝামেলা শেষ হলো। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে উদ্বোধন করা হয়েছে নতুন অনলাইন কার্ড রিচার্জ সেবা, যার মাধ্যমে র‌্যাপিড পাস ও এমআরটি পাস ঘরে বসেই বা যে কোনো জায়গা থেকে রিচার্জ করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘লাইন নয়, অনলাইন-রিচার্জ এখন হাতের মুঠোয়!’ স্লোগান সামনে রেখে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন এই সেবা চালু করেন। এই উদ্যোগ বাস্তবায়ন করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।



ডিটিসিএর নতুন ব্যবস্থায় যাত্রীরা ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ যেকোনো অনলাইন ব্যাংকিং ব্যবহার করে কার্ড রিচার্জ করতে পারবেন। ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, “অনেক যাত্রী আমাদের কাছে অভিযোগ দিচ্ছিল, লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে গিয়ে ভিড় ও হয়রানির শিকার হচ্ছেন। এই প্রযুক্তিনির্ভর সেবা সেই সমস্যা দূর করবে।”

রিচার্জের জন্য প্রথমে ডিটিসিএর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নিবন্ধন ও লগইন করতে হবে। এরপর র‌্যাপিড পাস বা এমআরটি পাস নির্বাচন করে পেমেন্ট সম্পন্ন করতে হবে। একবার পেমেন্ট সফল হলেও স্টেশনে স্থাপিত নতুন এভিএম যন্ত্রে কার্ড স্পর্শ না করলে রিচার্জ কার্যকর হবে না।



কার্ডে ১০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। এভিএম যন্ত্রে স্পর্শের আগে চাইলে যাত্রী সাত দিনের মধ্যে রিচার্জ বাতিল করতে পারবে; সেক্ষেত্রে ৫ শতাংশ সার্ভিস চার্জ কেটে রাখা হবে। তিন মাসের মধ্যে যদি কার্ড স্পর্শ না করা হয়, টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের একাউন্টে ফেরত যাবে, তাতেও ৫ শতাংশ ফি প্রযোজ্য হবে।

অনলাইন রিচার্জ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার থেকে ১৬টি স্টেশনে মোট ৩২টি এভিএম যন্ত্র স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রতিটি স্টেশনে দুটি করে যন্ত্র বসানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ মইনউদ্দিন ১০০ টাকা রিচার্জ করা একটি কার্ড এভিএম যন্ত্রে স্পর্শ করে সফলভাবে দেখান। তিনি বলেন, “এবার থেকে যাত্রীরা স্টেশনে এসে লাইন ধরে দাঁড়াতে হবে না, বাসায় বসে রিচার্জ করতে পারবেন। আমরা শুধু মেট্রোরেলেই থেমে থাকছি না, র‍্যাপিড পাস দিয়ে চলাচল করা পরিবহনে এবং ভবিষ্যতে ই-টোলিংয়ে এই সুবিধা সম্প্রসারণ করার কাজ চলছে।”

ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, “এটি একটি মাইলফলক; যাত্রীরা যেকোনো জায়গা থেকে রিচার্জ করতে পারবেন, আর দীর্ঘ লাইন আর ধরতে হবে না।”

বর্তমানে প্রতিদিন গড়ে ৪.৫ লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন। দেশে ১৬ লাখ স্মার্ট কার্ড ব্যবহারকারীর মধ্যে ৬৫ শতাংশ নিয়মিত মেট্রোরেল সেবা নিচ্ছেন।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৩৯ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ ক...

মুন্সীগঞ্জে ৩ দিন ধরে গ্যাস নেই, গ্রাহকদের মাঝে ক্ষোভ

নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকার সঞ্চালন লাইনের পাইপ ফেটে রাজধানীর উপকণ্ঠ মুন্সীগঞ...

মনোনয়ন নিয়ে দলে বিভাজন, বিএনপির তালিকা সংশোধন এ মাসেই

বিএনপির ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় বড় ধরনের প...

ছাত্রদল নেতা হত্যাকাণ্ডে আসামিরা জামিনে বের হয়ে পরিবারকে হুমকি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা মীর হোসেন সাদ্দাম-এর হ...

এবার ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেন তাহেরি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুন্নি জোটের পক্ষ থেকে ৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত...

মেট্রোরেল কার্ড রিচার্জ এখন ঘরে বসেই

ঢাকা, ২৫ নভেম্বর ২০২৫ – রাজধানীর মেট্রোরেল য...

দুষ্ট চোখের পর্যবেক্ষণ থাকলে নির্বাচন দেখাও সঠিক হবে না:  সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশীয় প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা