আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল ও প্রার্থীদের প্রচারণায় কঠোর আচরণবিধি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন বিধিমালা অনুযায়ী, প্রচারণায় পোস্টার বা ড্রোন ব্যবহার করা যাবে না। পাশাপাশি বিদেশে কোনো ধরনের সভা, সমাবেশ বা প্রচারণাও নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ জারি করে ইসি এসব বিধান যুক্ত করেছে। ইসি সচিবের স্বাক্ষরিত এ বিধিমালায় রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য কী করা যাবে এবং কী করা যাবে না—তা বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে।
বিধিমালায় বলা হয়েছে, আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে তদন্ত শেষে প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা ইসির হাতে থাকবে। এছাড়া প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা, আর দলের ক্ষেত্রে দেড় লাখ টাকার অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
নির্বাচনের সময় কোনো প্রার্থী বা দল ড্রোন, কোয়াডকপ্টার বা এ ধরনের যন্ত্র ব্যবহার করতে পারবে না। প্রচারণায় পলিথিন বা রেকসিনজাত সামগ্রী ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, যাতে পরিবেশ দূষণ না ঘটে। শব্দসীমা সর্বোচ্চ ৬০ ডেসিবল পর্যন্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিদেশে জনসভা, পথসভা বা যেকোনো প্রচারণা কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সরকারি সুযোগ-সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি), যেমন প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যদেরও প্রচারণা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ভোটার স্লিপে প্রার্থীর নাম, ছবি, পদের নাম ও প্রতীক ব্যবহার করা যাবে না, তবে প্রার্থী বা তার পক্ষে থাকা কেউ ভোটার স্লিপ বিতরণ করতে পারবেন।
নতুন আচরণবিধিতে “গুরুতর অপরাধ” হিসেবে সংজ্ঞায়িত ধারা যুক্ত হয়েছে। এতে আরপিও (Representation of the People Order) এর ৯১ ধারা অনুযায়ী প্রার্থিতা বাতিলের বিধান স্পষ্টভাবে যুক্ত করা হয়েছে।
এবার প্রথমবারের মতো দেশে আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং পদ্ধতি চালু করা হচ্ছে। এতে তিন ধরনের দেশীয় ভোটার ও প্রবাসী বাংলাদেশিরা ডাকযোগে ভোট দিতে পারবেন।
এছাড়া রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে এক মঞ্চে সব প্রার্থীকে নিয়ে তাদের ইশতেহার পাঠ করার ব্যবস্থাও থাকবে, যাতে ভোটাররা তুলনামূলকভাবে সিদ্ধান্ত নিতে পারেন।
ইসি জানিয়েছে, এই আচরণবিধি ও সংশোধিত আইনের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের আইনি ও প্রশাসনিক সংস্কার সম্পন্ন হয়েছে। এর আগে ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান, কমিশন সচিবালয় আইন, ভোটকেন্দ্র নীতিমালা, দেশি-বিদেশি পর্যবেক্ষক নীতিমালা ও সাংবাদিক নীতিমালাসহ একাধিক আইন সংস্কার করেছে ইসি।
সাননিউজ/এও