ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিবাকরকাঠী মাধ্যমিক বিদ্যালয় ও দিবাকরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী মিলনমেলার আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। দীর্ঘদিন পর নিজ নিজ শৈশবের স্মৃতিবিজড়িত শিক্ষাঙ্গনে ফিরে এসে স্মৃতিচারণ, আনন্দ ও আবেগে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। এতে পুরো প্রাঙ্গণজুড়ে সৃষ্টি হয় এক আনন্দঘন ও আবেগময় পরিবেশ।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের রীতি অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে দিনের কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মো. এনামুল কবীর রেজভী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “এই বিদ্যালয় আমাদের শৈশবের স্মৃতি, শৃঙ্খলা ও মূল্যবোধ গঠনের অন্যতম কেন্দ্র। এখান থেকেই আমরা মানবিকতা, নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষা অর্জন করেছি। আজকের এই পুনর্মিলনী আমাদের সবাইকে আবারও এক সুতোয় বেঁধেছে। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যে পারস্পরিক বন্ধন তৈরি হয়েছে, তা ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
দিনের শেষভাগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, নৃত্য ও আবৃত্তিতে মুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। আনন্দ-উচ্ছ্বাস ও আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে শেষ হয় এই স্মরণীয় পুনর্মিলনী অনুষ্ঠান।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের পুনর্মিলনীর ধারাবাহিকতা বজায় রেখে বিদ্যালয়ের ঐতিহ্য, গৌরব ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা হবে।