ব্যবসায়ীদের থেকে চাঁদা নেওয়া বন্ধ করার দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে মানববন্ধন চলাকালে হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় মানববন্ধনের সময় হামলার ঘটনা ঘটেছে। হামলার পর ব্যবসায়ীরাও লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের তাড়া করেন। এ ঘটনায় দুর্বৃত্তদের সঙ্গে ব্যবসায়ীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে স্লোগান দেন— “চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও- গুড়িয়ে দাও”, “চাঁদাবাজের আস্থানা এই বাংলায় হবে না” ইত্যাদি।
কারওয়ান বাজারের এক ব্যবসায়ী জানান, “আমরা চাঁদাবাজি বন্ধের দাবিতে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম, কিন্তু হঠাৎ আমাদের ওপর হামলা করা হয়। এর পর আমরা ঐক্যবদ্ধভাবে হামলাকারীদের প্রতিহত করেছি।”
এদিকে হামলার খবরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা বলেন, “আমি বিষয়টি অবগত হয়েছি। আপনারা এজাহার দিলে এ বিষয়ে মামলা হবে। এখানে কোনোভাবেই বিশৃঙ্খলা করা যাবে না।”
সাননিউজ/আরপি