ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ করেন তিনি।
এ সাক্ষাতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকারের গৃহীত শ্রম সংস্কার এবং দুই দেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা।
প্রধান উপদেষ্টা জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার পুরোপুরি প্রস্তুত। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। নির্বাচনের আগে শান্তি বিনষ্টের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
বাংলাদেশে দায়িত্ব পালন করা জ্যাকবসন গত ১৭ মাসে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্র সরকারের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
এ সময় অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারগুলোর প্রশংসা করেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং বিশেষ করে শ্রম আইনকে ‘অত্যন্ত ব্যতিক্রমী ও অসাধারণ’ আখ্যা দেন। তিনি বলেন, এসব আইন বাংলাদেশে আরও বেশি বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে।
সাননিউজ/আরপি