ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে চারটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রথম মনোনয়ন দাখিল করেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। পরে একে একে মনোনয়নপত্র জমা দেন— কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল গফুর, একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা মুফতি আমির হামজা, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি, একই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আফজাল হুসাইন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা বেলাল হুসাইনসহ বিভিন্ন দলের অন্যান্য প্রার্থীরা।
সাননিউজ/আরপি