ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকার শ্রীতেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে নিতাই চন্দ্র বর্মণ এবং তাহের আলীর ছেলে মো. আবুল কালামকে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকায় জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে শাড়ি বিতরণের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন ওই স্থানে অভিযান চালান। এ সময় শাড়ি বিতরণ করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নিতাই চন্দ্র বর্মণ এবং মো. আবুল কালামকে ৩০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ভঙ্গ করায় অভিযুক্ত দুইজনকে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।’
সাননিউজ/আরপি