মুন্সীগঞ্জ সদর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে আপন দুই ভাইসহ ৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের পূর্ব রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এতে গুরুতর আহত হয়েছে আপন দুই ভাইসহ ৩ জন। আহতরা হলেন— শান্ত শেখ (২৫), রহমত শেখ (২১) ও অপরজন আকলিমা আক্তার।
আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বলে জানা যায়।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ পূর্ব বিরোধের জের ধরে রতনপুর এলাকার মো. মুন্না (৩০), নাজমুল (৩২), ইউছুফ (৬৫), নাজমা বেগম (৫২) পূর্বপরিকল্পিতভাবে রতনপুর এলাকার ফরিদার বাড়ির সামনে শান্ত শেখ ও রহমত শেখকে লোহার রড, এসএস পাইপ, ধারালো চাকু, সুইচ গিয়ারসহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে গুরুতর আহত করে। পরে আকলিমা আক্তার তাদের বাধা দিতে গেলে তাকেও গুরুতর আহত করা হয়।
এ বিষয়ে রানী আক্তার মুন্সীগঞ্জ সদর থানায় ৪ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন।
সদর থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম বলেন, ঘটনা শুনে পুলিশ সদর হাসপাতালে গিয়ে দেখে উভয় পক্ষ জরুরি বিভাগে হট্টগোল শুরু করে। পরে গুরুতর আহত শান্ত শেখ, রহমত শেখ ও আকলিমা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাননিউজ/আরআরপি