আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
রাজনীতি

আপনারা ভয় পাবনে না

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের বিষয়ে ভারত সরকারকে নেতিবাচক ধারণা দিতে একটি অশুভ চক্র সনাতম ধর্মাবলম্বীদের ওপর হামলা করে।

আরও পড়ুন: আরও ৬৩৫ হাসপাতালে ভর্তি

রোববার (২ অক্টোবর) রাজধানীর রামকৃষ্ণ মন্দিরে পূজামণ্ডব পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সনাতম ধর্মাবলমম্বীদের আশ্বস্ত করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা ভয় পাবনে না, আতঙ্কিত হবেন না। এবার আমরা প্রস্তুত। আমি আশা করি, দুর্বৃত্তরা কোনো দলের নয়, এরা যে দলেরই পরিচয় হোক তাদের প্রতিরোধ করতে হবে, কঠিন শাস্তি দিতে হবে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।’

আরও পড়ুন: ফের বেড়েছে ডিমের দাম

‘পূজা কমিটি বলেছে, বিচার হয়নি। কেন বিচার হবে না? বাংলাদেশে কত অপরাধীদের বিচার করেছেন শেখ হাসিনা। এমনকি নিজের দলের লোকও জেলে। কাজেই যারা হিন্দুদের বাড়িঘর-মন্দিরে হামলা করেছে, সে যে পরিচয়ই হোক-এই দুর্বৃত্তদের ক্ষমা নেই। তাদের বিচারের সম্মুখীন করতেই হবে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে।’

তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে একটা অশুভ চক্র আছে যারা হিন্দুদের অতর্কিত হামলা চালিয়ে ভারত সরকারকে জানিয়ে দিতে চায় যে কাজটা আওয়ামী লীগ করেছে। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’

এ সময় বিরোধী রাজনৈদিক দলের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচন চান শান্তিপূর্ণভাবে ধর্মকর্ম করতে দিন। সংলাপ করছেন করুন, সেটা আপনাদের নিজেদের ব‌্যাপার, কিন্তু আমি বলবো দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে সরকারি দলের পাশাপাশি বিরোধীদলেরও ভূমিকা আছে। আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। দুর্বৃত্তরা কোনো রাজনৈতিক দলের নয়।’

আরও পড়ুন: ফের বেড়েছে ডিমের দাম

অন‌্য যেকোনো সময়ে চেয়ে এবার সরকার বেশি সতর্ক রয়েছে জানিয়ে কাদের বলেন, ‘সারা বাংলায় আইনপ্রয়োকারী সংস্থা তারা প্রস্তুত আছে। তারা সতর্ক পাহারায় আছে। বিশৃঙ্খলা, সহিংসতার বিরুদ্ধে এবার অনেক বেশি শক্তিশালী অবস্থায় আছে। তাদের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও আজকে সক্রিয় অবস্থানে রয়েছে।’

‘কোনো চিন্তা করবেন না। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে। প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। এই উৎসব সার্বজনীন।”

আওয়ামী লীগ সরকারের টানা ১৩ বছরে কখনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি (গত বছর ছাড়া) উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে টানা ১৩ বছর। এই সময়ে ১৩টি দুর্গাপূজায় ও প্রতি পূজায় ৩০ হাজারের বেশি পূজামণ্ডব হয়েছে। এবারও ৩২ হাজারের বেশি হয়েছে। এই ১৩ বছরে মাত্র একটিবার এই দুর্গাপূজা দৃর্বৃত্তায়নের টার্গেট হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর টার্গেট হয়েছে। মন্দির টার্গেট হয়েছে এবং তাদের ঘরবাড়ি দোকানপাট পর্যন্ত হামলা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে।’

আরও পড়ুন: মিয়ানমারে বিমান লক্ষ্য করে গুলি

‘একাধারে ১১টি দুর্গাপূজা নির্বিঘ্ন হয়েছে। শান্তি বিনষ্ট হয়নি। কিন্তু গতবার দুর্ভাগ‌্যজনক কিছু ঘটনা ঘটে গেছে। ১১ বছর যখন শান্তিপূর্ণ তখন এবারও শান্তিপূর্ণ হবে, এরকম চিন্তা-ভাবনা থেকে সতর্কতার কিছুটা অভাব ছিলো। কোথাও কোথাও রাজনৈতিকভাবেও আমরা অসতর্ক ছিলাম।”

এ সময় বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ভোট এলে হিন্দুদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে যান। নিজেদের বিপদ মনে করে ভোট প্রার্থী হন। কিন্তু হিন্দুরা যখন বিপদে পড়েন তখন কোথায় থাকেন।

পরে রমনা কালিমন্দিরে দুর্গাপূজা পরিদর্শনে যান ওবায়দুল কাদের। তিনি বলেন, গত বছরের ঘটনা নিদারুণভাবে লজ্জা দিয়েছে। সে ব্যাপারে সতর্ক রয়েছি। সরকারি সংস্থার পাশাপাশি পার্টিও সতর্ক আছে।

আরও পড়ুন: মিয়ানমারে বিমান লক্ষ্য করে গুলি

সব দলকে দুর্গাপূজায় দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি শান্তিপূর্ণ উৎসব হিসেবে পালিত হয়েছে। এই কয়টা দিন সবাই মিলে দ্বায়িত্বশীল ভূমিকা পালন করবো। এটা শুধু আওয়ামী লীগ নয় সব দলের কর্তব্য। শুধু রাজনীতি করলে হবে না।’

‘আমরা ঈদ উৎসব করি, হিন্দুদের জন্য এটাই ঈদ উৎসবের মতো। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি দুর্বৃত্ত করে তাহলে ছাড় দেওয়া হবে না।’

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, রমনা কালিমন্দিরের সভাপতি উৎপল সাহা, রমনা কালিমন্দির পূজা উদযাপন কমিটির আহ্বায়ক পলাশ হাজরা, সদস্য সচিব উৎপল বিশ্বাস উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সান নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধানীর ব...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ শুক্রবার (২৬ জুলাই) বেশ কি...

ইসরায়েলের নৃশংস হামলা, নিহত ৩০ 

আন্তর্জাতিক ডেস্ক: গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩০...

বিটিভি ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দ...

ভারতের কাছে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের সঙ্গে ১...

সুসংবাদ পেলেন মেহজাবীন

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।...

ঢাকায় গ্রেফতার ২৩৫৭

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারাদে...

ফ্রান্সে রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে অলিম্পিক আসরের উদ্বোধন অনুষ্ঠান...

ভারতের কাছে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের সঙ্গে ১...

পুলিশকে দুর্বল করতেই হামলা

নিজস্ব প্রতিবেদক : পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা