জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, অনেকে ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে, টিকিট বিক্রি হচ্ছে। এসব দিয়ে কাজ হবে না। তিনি বলেন, এ দেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে। মানুষ মুক্তিযুদ্ধকে বুকে লালন করে। আমরা মুক্তিযুদ্ধের ও স্বাধীনতার মর্যাদা অক্ষুণ্ন রাখব— এমন একটি ওয়াদার মধ্য দিয়ে ভোটারদের কাছে যেতে চাই। নিশ্চয় ভোটাররা সেটি বিবেচনা করবে। কারণ ভোটাররাও স্বাধীনতাকে ভালোবাসে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের জিরো পয়েন্টে তারা মার্কার সমর্থনে এক পথসভায় তিনি এসব কথা বলেন। কোম্পানীগঞ্জ উপজেলা জেএসডি এ কর্মসূচির আয়োজন করে।
তানিয়া রব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু পার্লামেন্টে যাওয়ার নির্বাচন নয়। মান্ধাতা আমলের নিয়মে শুধু মার্কা দেখে ইচ্ছে মতো অমানুষকে পার্লামেন্টে পাঠাব— তারা গিয়ে কাড়ি কাড়ি টাকা বানাবে, বিদেশে ব্যাংক ব্যালেন্স করবে, বেগম পাড়া করবে— এমন এমপি আমাদের চাই না। যারা মচমচ করে টাকা নিয়ে আসবে, তাদের ভোট দিলে জনগণের কোনো উন্নয়ন হবে না। যোগ্য মানুষকে নির্বাচিত করতে না পারলে আমাদের ভোগান্তি রয়েই যাবে।
ত্রয়োদশ নির্বাচনের প্রসঙ্গ টেনে তানিয়া রব বলেন, প্রশাসনিক অফিসার— ওসি, এসপি, ডিসি— লটারির মাধ্যমে নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন করতে হবে। যারা দলবাজি করছে, ক্ষমতায় যাওয়ার আগে নানা রকম হাবভাব দেখাচ্ছে, তাদের প্ররোচনায় বা সুপারিশে কোনো নিয়োগ হলে আমরা মানব না। আমরা লটারির মাধ্যমে চাই এবং সেটা হতে হবে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে।
তিনি আরও বলেন, ক্ষমতায় আসার আগেই যারা ভাগ-বাটোয়ারায় ব্যস্ত হয়ে গেছে— হাট, মাঠ, ঘাট, বাসস্থান দখল নিয়েছে— এরা ক্ষমতায় এসে কী করতে পারে, সেটা চিন্তা করতে হবে। দ্বাদশ জাতীয় সংসদের এমপিরা পালালো কেন? চুরি করেছে, মানুষ হত্যা করেছে, আয়না ঘর করেছে, গুম করেছে— এজন্যই পালিয়েছে। তাদের বিচার তো এ মাটিতেই হতে হবে। যারা এখন ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, তারা এক বছর আগের ঘটনা ভুলে যাচ্ছেন কেন? কেন মানুষের কাছে কথা দিচ্ছেন না যে সুষ্ঠু, সৎ এবং আদর্শের কাজ করবেন? বরং উল্টো দেখছে মানুষ— আগে যেখানে চাঁদা ১০০ টাকা ছিল, এখন সেটা ২০০ টাকা হয়েছে। এ চাঁদাবাজ থেকে আমাদের মুক্ত হতে হবে।
এতে আরও বক্তব্য রাখেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ আসনে তারা মার্কার প্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারী।
এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জেএসডি নেতা মো. আলাউদ্দিন, কাজল হাজারী, মাহবুবুর রশীদ আল মামুন, মো. হেলাল উদ্দিন প্রমুখ।
সাননিউজ/আরপি