পাবনা-৩ আসনের (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) বিএনপির মনোনীত প্রার্থী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনকে সমর্থন জানিয়ে শনিবার সন্ধ্যায় গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা ধানের শীষের বাইরের কেউ না। ধানের শীষের বাইরে যদি কেউ নির্বাচন করার চেষ্টা করে, কোনো কেন্দ্রে তারা এজেন্ট দিতে পারবে না।”
সমাবেশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। নূর-মুজাহিদ স্বপন তার বক্তব্যে জোর দেন, বিএনপির সিদ্ধান্তের বাইরে কেউ গেলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং ধানের শীষের বাইরে কোনো লোক কেন্দ্রে উপস্থিত থাকবে না।
পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, “বিএনপি গণতান্ত্রিক দল। আমরা অনুরোধ করতে পারি, হুমকি দিতে পারি না। যারা ধানের শীষের বাইরে আছেন, তারা শিগগিরই দলের প্রার্থীর পক্ষে কাজ করবেন।” একই সঙ্গে জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার মন্তব্য করেন, নূর-মুজাহিদ স্বপনের বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে এবং তিনি অন্য কিছু বোঝাতে চেয়েছেন।
এই পরিস্থিতিতে, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে মনোনয়ন বিতর্ক ও উত্তেজনা তৈরি হয়েছে। তুহিনের মনোনয়ন বাতিল করে স্থানীয় প্রার্থীকে দেওয়ার দাবিতে কিছু নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তবে গণমিছিল ও সমাবেশে উপস্থিত নেতারা দলগত একতার আহ্বান জানিয়ে, নির্বাচনে ধানের শীষকে সমর্থন করার প্রতিশ্রুতি দেন।
পাবনা-৩ আসনের বিএনপির অভ্যন্তরীণ মনোনয়ন বিতর্ক ও নূর-মুজাহিদ স্বপনের হুঁশিয়ারি রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র করেছে।
সাননিউজ/এও