মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শনিবার (২২ নভেম্বর) তিন মনোনয়ন প্রত্যাশীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টার দিকে শ্রীনগর স্টেডিয়ামে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের ব্যানারে এই সমাবেশে উপস্থিত হন হাজার হাজার নেতাকর্মী।
মুন্সীগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। তবে কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী এবং ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন মনোনয়ন প্রত্যাশী হিসেবে থাকায় তারা পুনর্বিবেচনার দাবিতে মাঠে নেমেছেন।
_1763815910.jpeg)

সমাবেশের আগে সকাল থেকেই তিন মনোনয়ন প্রত্যাশীর অনুসারীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্টেডিয়ামে সমাবেশে যোগ দেন। সমাবেশ শেষে দুপুর ১ টার দিকে নেতাকর্মীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ছনবাড়ী এলাকায় বিক্ষোভ মিছিল করেন। কিছু সংখ্যক নেতাকর্মী এক্সপ্রেসওয়ে অবরোধ করে যান চলাচল বন্ধ করার চেষ্টা করলে প্রশাসন ও দলের একাংশের নেতাদের অনুরোধে পুনরায় এক্সপ্রেসওয়ের পাশে অবস্থান নেন তারা।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, দলের বিভিন্ন সময় রাজপথে সক্রিয় থাকা, হামলা-মামলার শিকার হওয়া এবং নেতাকর্মীদের বিপদে পাশে থাকা নেতারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। এজন্য তারা মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
মীর সরফত আলী সপু ও মমিন আলী আশা প্রকাশ করেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটি মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করবে।
সাননিউজ/এও