ছবি: সংগৃহীত
রাজনীতি
ওয়ান ম্যান ওয়ান ভোটে অভ্যস্ত দেশ

পিআর ও ‘কওমি জননী’ উপাধি নিয়ে তীর ছুড়লেন ফখরুল

সান নিউজ অনলাইন 

দেশের মানুষ এখনো পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা ঠিকমতো বুঝে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “দেখবেন, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না।”

শনিবার দুপুরে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, দেশে পরিবর্তন এসেছে। প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এর আগে করা সংস্কার কমিশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা বিভিন্ন সংস্কারের প্রস্তাব দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত যে পিআর বা প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির কথা বলা হয়েছে, তা মানুষ তো দূরের কথা—তিনি নিজেও কঠিন মনে করেন।

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ বোঝে ‘ওয়ান ম্যান ওয়ান ভোট’। একজন দাঁড়াবে, তার মার্কা থাকবে, মানুষ সেটাই দেখে ভোট দেবে। এখন এটা পরিবর্তন করতে চাইলে গণভোট, চারটি প্রশ্ন—এসব মানুষ এখনো বুঝতেই পারছে না।”

তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল সমানে চিৎকার করছে ‘পিয়ার দিতে হবে’, কিন্তু পরে তাদের সুর নরম হয়ে গেছে। এখন তারা নির্বাচনের জন্য দৌড়ঝাঁপে ব্যস্ত। মানুষের সঙ্গে প্রতারণা করে ভুল পথে চালিত করা ইসলামে কোথাও বলা নেই—বলেও মন্তব্য করেন তিনি।

পূর্ববর্তী বক্তার বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, জামায়াতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে—এমন বক্তব্য কোথাও ইসলামে নেই। রাজনৈতিক ফায়দার জন্য ধর্ম ব্যবহার করা কখনোই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে অনেক রাজনৈতিক দল টিকে থাকার সুযোগ পেয়েছে। কিন্তু গত ১০ বছরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ভূমিকা রাখেনি এসব শক্তি। বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ছাত্রলীগ সেজে থাকার অভিযোগও রয়েছে।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজারকে হত্যা করা হয়েছে, প্রায় ১ হাজার ৭০০ জনকে গুম করা হয়েছে। তিনি বলেন, এসব অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, তাহলেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।

মানুষ হওয়াই ইসলামের শিক্ষা উল্লেখ করে তিনি বলেন, “এত মুসলমানের দেশে এত অন্যায়, পাপ, দুর্নীতি কেন—তা আমি বুঝি না। মসজিদ তৈরির আগ্রহ যতটা, ভালো মন তৈরি করার আগ্রহ ততটা কেন নেই?”

ফখরুল বলেন, বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল। গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকলে সব ধর্ম-বর্ণের মানুষ তাদের অধিকার ফিরে পায়। কিন্তু গত ১৫-১৬ বছরে ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার ও ধর্ম পালনের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে। এমনকি খুতবাও কাগজে লিখে পাঠানো হতো।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কিছু আলেম-উলামাকে সেই সরকারের সঙ্গে মিটিং করে ‘কওমি জননী’ উপাধি দিতে দেখা যায়—যা অত্যন্ত বেদনাদায়ক।

ফখরুল বলেন, দীর্ঘ দেড় দশকে সরকারের দলীয়করণের কারণে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংসের মুখে পড়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানেও দলীয় লোক বসানো হয়েছে—যারা মুখে ইসলাম বললেও কাজে বিশ্বাস করে না।

তিনি প্রশ্ন তোলেন, বায়তুল মুকাররমের খতিব রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে কেন পালিয়ে যেতে হয়—এটি কোন দেশের চিত্র?

সবশেষে তিনি দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের জন্মদিনে মুন্সীগঞ্জে শীতবস্ত্র বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জ...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪৭ বছরে ৪ সমাবর্তন, শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

শিক্ষাজীবনের শেষ মুহূর্তে কালো গাউন আর সনদ হাতে সমাবর্তনে অংশ নেওয়া প্রতিটি...

শিবচরে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

মাদারীপুরের শিবচরে ইজিবাইক, মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের ৩ সদস্য...

বিলুপ্তপ্রায় টকপাতা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

বসতবাড়ির পাশে প্রায়ই দেখা যায় টকপাতা। পাতা ও ফল টক স্বাদযুক্ত গাঢ় লাল বর্...

ফের ভূমিকম্পে কাঁপলো গাজীপুর

গাজীপুরের বাইপাইল এলাকায় আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ৩.৩ মাত্রার...

ভোট পাহারাদারি করতে জনসাধারণের আহ্বান জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে বাংলা...

পিআর ও ‘কওমি জননী’ উপাধি নিয়ে তীর ছুড়লেন ফখরুল

দেশের মানুষ এখনো পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব ব্য...

দেশে বড় ভূমিকম্পের শঙ্কা, নিতে হবে যেসব পদক্ষেপ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকালে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়...

ফের ভূমিকম্পে কাঁপলো গাজীপুর

গাজীপুরের বাইপাইল এলাকায় আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ৩.৩ মাত্রার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা