বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে। তিনি বলেন, দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের আশা নিয়ে বসে আছে। “এই নির্বাচনও যদি অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং বা পাঁয়তারা চালানো হয়, সবাই বুলেট হয়ে বর্জন করবেন। দুষ্টুদের হাত আমরা বন্ধ করে দেব। শুধু ভোট দেবেন না, ভোটের পাহারাদারীও করবেন,” যোগ করেন তিনি।
শনিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় নেছারাবাদ মাহফিল ময়দানে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন-এর উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আমাদের লড়াই সকল জুলুমের বিরুদ্ধে, সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে, সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে, সকল অপকর্মের বিরুদ্ধে। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয়ে দেখি না। আপনারা ভোটের মাধ্যমে আপনার পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত হবে সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্রাম নেবেন না। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই থেকে কেউ আমাদের থামাতে পারবে না।”
প্রতিনিধি সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, “মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে যদি একটি বাক্স পাঠাতে পারি, তাহলে বাংলাদেশে ইতিহাস রচনা হবে। আমাদের দেশে হাজার হাজার মা সন্তানহারা হয়েছেন। আমাদের দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে। আমরা সবাই একত্রিত হয়ে আওয়াজ তুলতে হবে। চাঁদাবাজদের ঠিকানা বাংলার জমিনে হবে না, মানবতা বিরোধীদের জায়গা এদেশে হবে না।”
অনুষ্ঠানে আমিরুল মুছলিহীন হজরত খলিলুর রহমান নেছারাবাদী হুজুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাফত মজলিশের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালসহ আরও অনেকে।
সাননিউজ/এও