বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব ও মুন্সীগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মো. মহিউদ্দিন হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জ জেলা শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুরে সদর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের আগে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া-মোনাজাত করা হয়।
এ সময় মো. মহিউদ্দিন বলেন, “রাজনীতি মানুষের কল্যাণের জন্য; বিশেষ করে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমার অঙ্গীকার।” তিনি তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুবদল নেতা মো. নিজাম উদ্দিনসহ বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ।
সাননিউজ/আরপি