পাবনার সদরে ট্রাকচাপায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকালে পাবনা শহরমুখী একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করার সময় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং দুজন গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, নিহতদের মধ্যে দুজন শিক্ষার্থী রয়েছেন, তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক করা হয়।
সাননিউজ/এও