ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদারীপুরে ৭ শিক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, তবুও সবাই ফেল

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে চরম ফল বিপর্যয় ঘটেছে। কলেজে মাত্র ৭ জন শিক্ষার্থীকে পড়ানোর জন্য রয়েছেন ৬ জন শিক্ষক, তবুও পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগের ৭ জন শিক্ষার্থী অংশ নেয়। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায়, একজনও পাস করেনি। এতে কলেজজুড়ে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষকরা দাবি করেছেন, ফলাফলে ত্রুটি থাকতে পারে। শিক্ষার্থীরাও নিজেদের ফলাফল চ্যালেঞ্জ করে খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছে।

গত ১৬ অক্টোবর প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে একই কলেজের মানবিক ও বিজ্ঞান বিভাগে পাসের হার ছিল ৭৩.৯৭ শতাংশ। কিন্তু ব্যবসায় শিক্ষা বিভাগে শূন্য ফলাফল কলেজটির সুনামকে প্রশ্নের মুখে ফেলেছে।

স্থানীয় অভিভাবক মো. কালাম হাওলাদার বলেন, “এই কলেজে আগের মতো সুনাম আর নেই। এখন শিক্ষকরা নিজেদের মধ্যে দলাদলিতে ব্যস্ত। নিয়মিত ক্লাস হয় না, শিক্ষার্থীরাও তাই অনিয়মিত। ক্লাস না হলে ভালো ফল হবে কীভাবে?”

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজামুল হক তালুকদার বলেন, “ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা তাদের খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছে। আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”

কলেজের অ্যাডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী বলেন, “কলেজের শিক্ষকরা নিজেরাই নিয়মিত নন। রাজনৈতিক বিভাজন ভুলে সবাইকে ক্লাসমুখী হতে হবে। শিক্ষকরা যদি আন্তরিকভাবে ক্লাস নেন, শিক্ষার্থীদেরও ক্লাসে ফিরিয়ে আনা সম্ভব। তবেই কলেজের আগের ঐতিহ্য ফিরবে।”

স্থানীয় অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা মনে করছেন, শিক্ষক সংকট না থাকলেও দায়িত্বহীনতা, অনিয়মিত ক্লাস এবং প্রশাসনিক উদাসীনতাই এই ফল বিপর্যয়ের মূল কারণ।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সালমান শাহ হত্যার অভিযোগে সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে...

‘সময় নষ্ট করতে চাই না’- পুতিনের সঙ্গে আলোচনায় না ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতি...

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি

শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে ‘অসম্মানজনক আচরণের’ অভিযোগ তুলে তার পদত...

যুদ্ধবিরতির আড়ালে ১৫৩ টন বোমা, গাজার নিস্তব্ধতা ভাঙলেন নেতানিয়াহু নিজেই

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি লঙ্ঘনের...

মাদক ব্যবসায়ীর ছেলে-স্ত্রীর বিরুদ্ধে মাকে হত্যাচেষ্টার অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আস্থাইল গ্রামে মাকে হত্যার চেষ্টা, বসতঘর ভাঙচুর...

পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না

প্রয়োজনে আমাদের পথে নামতে হবে পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য কর...

কিছু দল নির্বাচন পেছানোর অপচেষ্টা করছে: মির্জা ফখরুল

কিছু রাজনৈতিক দল চেষ্টা করছে নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময়ে...

বলগেট তুলতে গিয়ে শ্রমিকের হাত ছিঁড়ে পড়ল নদীতে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডুবে যাওয়া একটি বলগেট তুলতে গিয়ে দুই শ্রমিক গুরুতর আহ...

মাদারীপুরে ৭ শিক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, তবুও সবাই ফেল

মাদারীপুরের কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্...

সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা