ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত, ফার্মগেটে বিক্ষোভ

সান নিউজ অনলাইন 

রাজধানীর ফার্মগেটে ট্রাকচাপায় মাদ্রাসার এক শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়ক ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে ফার্মগেট এলাকায় থাকা রিকশা, অটোরিকশা ও ফুটপাত দখল করা ভাসমান দোকান সরিয়ে দিয়েছে পুলিশ।

দুপুর দেড়টার দিকে ফার্মগেট মোড় ও সরকারি বিজ্ঞান কলেজ এলাকার সড়কে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে রিকশা ও ভাসমান দোকান সরিয়ে দেয়। শিক্ষার্থীরাও এ কাজে সহযোগিতা করেন।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে প্রায় আধা ঘণ্টার জন্য সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেয়। দুপুর সাড়ে ১২টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

ট্রাফিক তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার অনীশ কীর্ত্তনীয়া বলেন, শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করেছিল। প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল, এখন পরিস্থিতি স্বাভাবিক।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল্লাহ আল ইমরান বলেন, শিক্ষার্থীদের দাবি, সড়কে স্পিডব্রেকার বসানো, যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা এবং ট্রাকচাপায় নিহত শিক্ষার্থীর ঘটনায় দায়ীদের গ্রেপ্তার করা। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনে ট্রাকচাপায় সিফাত নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হন। ওই ঘটনার পর থেকেই নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। বুধবারও তারা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত একই স্থানে সড়ক অবরোধ করেছিলেন।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন গুল...

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন গুল...

মুন্সীগঞ্জ-৩: মনোনয়ন পরিবর্তন চেয়ে লাগাতার কর্মসূচি

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে লাগাতার...

মাহফুজ-আসিফের সম্পদের হিসাব প্রকাশের দাবি

দুর্নীতি বিরোধী ছাত্র জনতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা দ...

ইসলামী ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১১ ডিসে...

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর, প্রচারণা শুরু ২২ জানুয়ারি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুসারে মনোনয়নপত্র জমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা