রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নানা রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের আয়োজনে দিনটি থাকবে ব্যস্ততায় ভরা। সকালে বিএনপি, বিকেলে জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি দল ও সংগঠন গুরুত্বপূর্ণ সভা ও কর্মসূচি পালন করবে।
বিএনপির কর্মসূচি
বিএনপি আজ একাধিক কর্মসূচি পালন করবে।
সকাল ১১টায়, রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের প্রধান আলোচক থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
একই সময় (সকাল ১১টা) বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে অংশ নেবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
এছাড়া সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে ইউট্যাব আয়োজিত ‘২৪ জুলাই গণ-অভ্যুত্থান: তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
জাতীয় পার্টির কর্মসূচি
বিকেলে রাজধানীর কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে ‘উপজেলা দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বক্তব্য দেবেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনী বছরের প্রেক্ষাপটে রাজধানীর এ ধরনের ঘনঘন কর্মসূচি আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটকে আরও গতিশীল করে তুলছে।
সাননিউজ/এও