৫১ বছর আগে এক অদ্ভুত স্বপ্নে দেখা পেয়েছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার। স্বপ্নে নবাব তাকে একটি মুকুট বানানোর নির্দেশ দেন এবং ১৫ দিনের জন্য শাসনভারও অর্পণ করেন। সেই অতিলৌকিক অভিজ্ঞতাই বদলে দেয় মোহাম্মদ আবুল কালামের জীবন।
স্বপ্নভঙ্গের পরও দমে যাননি তিনি বরং নবাবের নির্দেশকে জীবনের ব্রত হিসেবে নিয়ে শুরু করেন এক দীর্ঘ সাধনা। একটানা ৯ বছর ধরে মনের মতো করে তৈরি করেন এক বিশেষ মুকুট। প্রায় ৭ সের বা ৫.৫ কেজি ওজনের এই মুকুট আজও তার মাথায়।
শুধু তৈরি করেই থেমে থাকেননি—গত ৫১ বছর ধরে নিয়মিতভাবে ব্যবহার করে আসছেন সেই মুকুট। আশ্চর্যের বিষয়, এত ভারী মুকুট ব্যবহার করেও তার মাথা বা ঘাড়ে কোনো ব্যথা হয় না। বরং তিনি বলেন, “এই মুকুট পরে আমি গর্ব বোধ করি। এটা শুধু অলংকার নয়, এটি আমার দায়িত্বের প্রতীক।”
শহরের মানুষও তাকে আলাদা করে চিনে—মোহাম্মদ আবুল কালাম নয়, সবার মুখে মুখে তিনি এখন ‘নবাব’। চলাফেরা, পোশাক, ব্যবহার—সবকিছুতেই যেন এক নবাবি ছাপ।
তার জীবনেরগল্প আজও অনুপ্রেরণা দেয়—একটি স্বপ্ন কিভাবে একজন মানুষকে গড়ে তুলতে পারে এক জীবন্ত কিংবদন্তিতে।
সাননিউজ/আরপি