কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জাতীয় পার্টির জনসভায় সংগঠনটির মহাসচিব আহসান হাবিব (লিংকন) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিনকে অশালীন ভাষায় সম্বোধন করে বক্তব্য দিয়েছেন। এ বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর প্রতিবাদে ভেড়ামারা শহরের প্রধান প্রধান সড়কে ঝাড়ু মিছিল করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা এবং জাতীয় পার্টির অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার আমলা ইউনিয়নের আমলা বাজারে জনসভার আয়োজন করা হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির মহাসচিব আহসান হাবিব এ কথা বলেন।
একটি ভিডিওতে দেখা গেছে, আহসান হাবিব কেন্দ্রীয় বিএনপির নেত্রী ফরিদা ইয়াসমিনের নাম ধরে ব্যক্তিগত আক্রমণ করেন। তিনি বলেন, “মাদারগাছে বেশি ঘষবেন না। আপনি তারেক রহমানের কাছে সেলিমা রহমানের মাধ্যমে আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন—আমি নাকি ২০১৮ সালে ভোট বিক্রি করে দিয়েছি।” এ সময় ফরিদা ইয়াসমিনকে অশালীন ভাষায় সম্বোধন করে আহসান হাবিব বলেন, “আমি যদি ভোট বিক্রি করে দিই, তাহলে সর্বোচ্চ ভোট পেলাম কীভাবে?”
এ বিষয়ে ফরিদা ইয়াসমিন বলেন, “আমি এই অশালীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা রাজনীতির ভাষা হতে পারে না; রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ। ব্যক্তিগতভাবে কেউ কাউকে অপছন্দ করতে পারেন, কিন্তু প্রকাশ্যে এমন গালিগালাজ চরম বেয়াদবি। আমি জেলা বিএনপির কাছে ওই বক্তব্যের ভিডিও পাঠিয়ে আনুষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।”
এদিকে বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা জাতীয় পার্টি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আহসান হাবিব লিংকন ওই বক্তব্যের জন্য ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।
সাননিউজ/আরপি