নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোসহ ৪ দাবিতে ৮ জেলায় সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এদিকে, লক্ষ্মীপুর, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ, ফরিদপুর, চুয়াডাঙ্গা, নওগাঁ ও কুড়িগ্রাম জেলায় সমাবেশের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে সব জেলায় প্রস্তুত রয়েছে সমাবেশস্থল। এ সময় কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠেয় এ সমাবেশ ঘিরে উজ্জীবিত স্থানীয় নেতাকর্মীরা।
আরও পড়ুন: সভা ও দোয়ায় শহীদ দিবস পালনের আহ্বান
জানা যায়, বৃহস্পতিবার এই কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার সমাবেশে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া লক্ষ্মীপুরের সমাবেশে থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বরিশালের সমাবেশে থাকবেন বেগম সেলিমা রহমান। ময়মনসিংহের সমাবেশে থাকবেন আব্দুল আউয়াল মিন্টু, চুয়াডাঙ্গায় থাকবেন চেয়ারপানসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান, নওগাঁয় থাকবেন মিজানুর রহমান মিনু এবং কুড়িগ্রামে থাকবেন আব্দুস সালাম।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            