কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন স্থান থেকে ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ.লীগের ‘লকডাউন’কে কেন্দ্র করে জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি করার প্রস্তুতি নেওয়ার সময় উপজেলার বিভিন্ন স্থান থেকে বুধবার (১২ নভেম্বর) ৭ জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
আটককৃতরা হলেন—উলিপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও চাপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সহসভাপতি রুদ্র, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের আশিক, শাহীন আলম সম্রাট, আওয়ামী লীগের স্থানীয় নেতা বিএম আব্দুল ওহাব শাহ, ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান নিশান এবং হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মো. রাজু মিয়া।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম জানান, “জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
সাননিউজ/আরপি