আগামী ১৩ নভেম্বর 'ঢাকা লকডাউন' কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফারুক হোসেনকে (৬৭) সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার সঙ্গে জেলা যুব মহিলা লীগের সদস্য নাসরিন আক্তারকেও আটক করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) আব্দুল জলিল, ফারুক হোসেন ওরফে 'বোমা ফারুক'-কে লকডাউন ষড়যন্ত্রের অন্যতম পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতা হিসেবে দাবি করেন।
পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদে ফারুক হোসেন স্বীকার করেছেন যে কর্মসূচি সফল করার জন্য ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী তাকে ৫ লাখ টাকা দিয়েছেন। এই ঘটনায় ফারুক হোসেনের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলাসহ মোট ৬টি মামলা রুজু আছে।
ফারুক হোসেনের বাম হাতের মধ্যমা আঙুল বোমা বিস্ফোরণে বিচ্ছিন্ন হওয়ায় তিনি ‘বোমা ফারুক’ নামে পরিচিত। তিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং নিজেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দাবি করে আসছিলেন।
সাননিউজ/আরপি