মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শিরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান মুরাদ হাওলাদারকে গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার উৎরাইল হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল হাট এলাকায় অভিযান চালায়। এ সময় আতিকুর রহমান মুরাদ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে মাদারীপুর জেলা হাজতে পাঠানো হয়।
ওসি রাকিবুল হাসান বলেন, শিবচর থানার ১৬৭/২৫ ধারার মামলায় আতিকুর রহমান মুরাদ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আতিকুর রহমান মুরাদ হাওলাদার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি দীর্ঘদিন শিরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাননিউজ/আরপি