ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
শ্রমিক মজুরি বৃদ্ধি

বেশি দামে পোশাক কিনবে বৈশ্বিক ক্রেতারা

আন্তর্জাতিক ডেস্ক: দেশে শ্রমিক মজুরি বৃদ্ধি করায় বাংলাদেশি পোশাকের ক্রয়মূল্য বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে পোশাক ক্রেতাদের বৈশ্বিক সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ)।

আরও পড়ুন: বিদ্যুৎ-পানির ভর্তুকি বন্ধের নির্দেশ

বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক ই-মেইল বার্তায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক এ সংস্থাটির প্রধান নির্বাহী স্টিফেন লামার।

রয়টার্স জানিয়েছে, বিশ্বখ্যাত সুইডিশ ফ্যাশন রিটেইলার ব্র্যান্ড এইচঅ্যান্ডএম ও গ্যাপসহ অন্যান্য খুচরা বিক্রেতারা বাংলাদেশি পোশাকের ক্রয়মূল্য বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

বাংলাদেশে শ্রমিক মজুরি বাড়ানোর ফলে পোশাক তৈরির ক্ষেত্রে কারখানাগুলোর যে পরিমাণ ব্যয় বৃদ্ধি পাবে, তার ক্ষতিপূরণে এ বাড়তি মূল্য সহায়তা করবে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের (এএএফএ) ১০০০-এর বেশি সদস্য রয়েছে। সুইডিশ ফ্যাশন রিটেইলার ব্র্যান্ড এইচঅ্যান্ডএম ও গ্যাপসহ অন্যান্য ফ্যাশন প্রতিষ্ঠান সংস্থাটির সদস্য।

আরও পড়ুন: আরও ৪৮ ঘণ্টার অবরোধ

সারা বিশ্বে চীনের পর সবচেয়ে বড় তৈরি পোশাক রফতানিকারক হলো বাংলাদেশ। সম্প্রতি পুলিশের সাথে পোশাক শ্রমিকদের প্রাণঘাতী বিক্ষোভ ও সহিংসতার পর বাংলাদেশ সরকার শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা (১১৩ মার্কিন ডলার) করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ৫ বছরের মধ্যে প্রথমবারের মতো পোশাক শ্রমিকদের নতুন এ মজুরি আগামী ডিসেম্বর মাস থেকে কার্যকর হবে।

কারখানা মালিকরা জানান, জানুয়ারির সাধারণ নির্বাচনের আগে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করায় তাদের মুনাফা হ্রাসসহ উৎপাদন ব্যয়ও ৫-৬ শতাংশ বাড়বে। এ খাতের পরিসংখ্যানে দেখা গেছে, তৈরি পোশাকের মোট উৎপাদন ব্যয়ের ১০-১৩ শতাংশ শ্রমিকদের পেছনে ব্যয় হয়।

উৎপাদন ব্যয় ৫-৬ শতাংশ বৃদ্ধি পেলে ক্রয়মূল্য একই পরিমাণে বাড়াবেন কি না- জানতে চাইলে এএএফএর প্রধান নির্বাহী স্টিফেন লামার বলেন, অবশ্যই। আমরা এবং আমাদের সদস্যরা বেশ কয়েকবার বলেছি, মজুরি বৃদ্ধিকে সমর্থন জানানোর জন্য আমরা দায়িত্বশীল ক্রয় পদ্ধতিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন: ভবিষ্যতে আমরা খাদ্য রফতানি করব

তিনি বলেন, আমরা বার্ষিক ন্যূনতম মজুরি পর্যালোচনা পদ্ধতি গ্রহণের জন্য বারবার আহ্বান জানিয়েছি, যাতে বাংলাদেশের শ্রমিকরা সামষ্টিক অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের ফলে সুবিধাবঞ্চিত না হন।

রয়টার্স বলছে, সস্তা শ্রমই বাংলাদেশকে পোশাক শিল্প গড়ে তুলতে সহায়তা করেছে। দেশটিতে এ শিল্পে প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। তৈরি পোশাক খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১৬ শতাংশ আসে এ খাত থেকে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তথ্যমতে, মজুরি বাড়ানোর পরও বাংলাদেশি শ্রমিকদের মজুরি আঞ্চলিক তৈরি পোশাক উৎপাদনকারী অন্যান্য দেশের তুলনায় কম থাকবে। দেশটির কিছু শ্রমিক বর্ধিত মজুরিকে একেবারে কম বলছেন।

আরও পড়ুন: গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ

প্রতিবেদনে বলা হয়, ভিয়েতনামে একজন শ্রমিক মাসে গড়ে ২৭৫ মার্কিন ডলার ও কম্বোডিয়ায় ২৭৫ মার্কিন ডলার পান, যা বাংলাদেশের বাড়ানো মজুরির (১১৩ ডলার) তুলনায় দ্বিগুণেরও বেশি।

গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের খুচরা পোশাক বিক্রেতা অ্যাবারক্রম্বি অ্যান্ড ফিচ ও লুলুলিমনসহ এএএফএর কিছু সদস্য ফ্যাশন ব্র্যান্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ করেছিলেন।

আরও পড়ুন: ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি

গত জুলাইয়ে এ বিষয়ে পোশাক ক্রেতাদের যুক্তরাষ্ট্র ভিত্তিক বৈশ্বিক সংগঠন এএএফএর প্রধান নির্বাহী লামারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছিলেন।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের খুচরা বিক্রেতারাই বাংলাদেশি পোশাকের প্রধান ক্রেতা। বর্তমানে বৈশ্বিক ধীর অর্থনীতির কারণে বেশিরভাগ ভোগ্যপণ্য খুচরা বিক্রেতার মতো ফ্যাশন কোম্পানিগুলোও হিমশিম খাচ্ছে। অর্থনৈতিক সংকটের ফলে বিশ্বজুড়েই ক্রেতারা এখন আগের তুলনায় কম কিনছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হ...

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

বিপ্লবী হাদির জানাজা সম্পন্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা জাতীয় সংসদ ভবন এলাকায় সম্...

কাজী নজরুল ইসলামের সমাধির পাশে বিপ্লবী হাদির দাফন সম্পন্ন

ওসমান হাদির দাফন সম্পন্ন হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে।...

ঝালকাঠিতে শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি

দক্ষিনের জেলা ঝালকাঠিতে শোকে স্তব্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হ...

আলফাডাঙ্গা কলেজে পরীক্ষা চলাকালে অস্ত্র হাতে মহড়া, গ্রেপ্তার যুবক

ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে স্নাতক সম্মান (ডিগ্রি) পরীক্ষা চলাকালে দেশীয়...

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

চাকসুর উদ্যোগে ইসলামী ব্যাংক–চবি’র কর্পোরেট চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি কর্পোরেট...

সাড়ে ৩ ঘণ্টা পর ঝালকাঠিতে সড়ক অবরোধ প্রত্যাহার

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সন্তান সাম্রাজ্যবাদবিরোধী সংগঠন ‘ইনকিলাব ম...

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে কুষ্টিয়ার মিরপুরে এক ব্যবসায়ীকে জরিমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা