আন্তর্জাতিক

কৃষক নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৃষক নেতাদের সঙ্গে একান্ত বৈঠকে ডেকেছেন। নতুন কৃষি আইনের বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রেক্ষিতে বুধবার ষষ্ঠবারের মতো সরকার পক্ষ আলোচনার বসার আগেই ব্যক্তিগতভাবে কৃষক নেতাদের ডাকলেন তিনি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ বৈঠক ডাকা হয়েছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।

কৃষক আন্দোলনের অন্যতম নেতা রাকেশ টিকাইত বলেন, ‘আমি একটি ফোন কল পেয়েছি। অমিত শাহ সভা ডেকেছেন। আমাদের ৭টায় থাকতে বলা হয়েছে।’ তিনি আরও জানান, যেসব কৃষক নেতা দিল্লির কাছে মহাসড়কে বিক্ষোভ করছেন, তারাও ওই সভায় অংশ নেবেন।

অমিত শাহ এমন সময়ে এই সভা ডেকেছেন যখন কৃষকদের ডাকে ভারতজুড়ে বন্ধ পালিত হচ্ছে। এর ফলে দেশটির অনেক জায়গায় সড়ক ও রেল চলাচল বন্ধ হয়ে গেছে। মহাসড়ক অবরোধ ও বাজার বন্ধের ফলে পণ্য সরবরাহেও সংকট দেখা দিয়েছে।

কংগ্রেস, এএপি, ডিএমকে, টিআরএসের মতো বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল কৃষকদের প্রতিবাদে সমর্থন জানিয়েছে।সবশেষ গত শুক্রবার দেশটির কেন্দ্রীয় সরকার ও কৃষকদের মধ্যে সাত ঘণ্টাব্যাপী বৈঠক হলেও দুই পক্ষ কোনও সমঝোতায় আসতে পারেনি।

কৃষকদের পক্ষ থেকে বলা হচ্ছে, সেপ্টেম্বরে পাস হওয়া নতুন তিনটি আইন পুরোপুরি বাতিল করার বিষয়ে অস্থায়ী কোনও সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন না। কৃষকদের আশঙ্কা, নতুন আইনগুলোর মাধ্যমে তাদের আয় কমে যাবে এবং করপোরেট কোম্পানিগুলোর দয়ার ওপর তারা পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বেন।

মোদি সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমার এই আলোচনাগুলোয় নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘সরকার কোনও অহংকার দেখাচ্ছে না।’ কিন্তু আইন বাতিল করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

আগের সভাগুলোতে কৃষকরা ৩৯টি বিষয় উল্লেখ করেন, যেখানে এই আইনগুলো কীভাবে তাদের ক্ষতি করবে তা ব্যাখ্যা করা হয়।দিল্লিতে হাজার হাজার কৃষক বিভিন্ন মহাসড়কের প্রবেশমুখ বন্ধ রেখে আইন বাতিলের জন্য প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিপ্লবী হাদির জানাজা সম্পন্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা জাতীয় সংসদ ভবন এলাকায় সম্...

কাজী নজরুল ইসলামের সমাধির পাশে বিপ্লবী হাদির দাফন সম্পন্ন

ওসমান হাদির দাফন সম্পন্ন হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে।...

মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হ...

ঝালকাঠিতে শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি

দক্ষিনের জেলা ঝালকাঠিতে শোকে স্তব্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হ...

কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই হাদির কবর খনন

হাদির কবর খননের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এ সময় আশপাশে অনেক মানুষের ভিড় লক্ষ্য...

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

চাকসুর উদ্যোগে ইসলামী ব্যাংক–চবি’র কর্পোরেট চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি কর্পোরেট...

সাড়ে ৩ ঘণ্টা পর ঝালকাঠিতে সড়ক অবরোধ প্রত্যাহার

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সন্তান সাম্রাজ্যবাদবিরোধী সংগঠন ‘ইনকিলাব ম...

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে কুষ্টিয়ার মিরপুরে এক ব্যবসায়ীকে জরিমান...

মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা