বিনোদন

সংগীতশিল্পী অমিকে বিয়ে করছেন নায়িকা আঁচল

বিনোদন ডেস্ক: প্রেম করছেন সুদর্শনা নায়িকা আঁচল। গুছিয়ে নিচ্ছেন বিয়ের প্রস্তুতিও। আগামী বছরই মালাবদল করবেন তিনি। গণমাধ্যমের কাছে খবরটি তিনি নিজেই স্বীকার করেছেন।

আঁচল জানান, গায়ক সৈয়দ অমির সঙ্গে বেশ কিছু দিন ধরে মনের লেনাদেনা চলছে তার। তবে এখনও বিয়ে করেননি। সব কিছু ঠিক থাকলে আগামী বছর সবাইকে জানিয়েই বিয়ের পর্বটা সারতে চান তারা।

বিষয়টি নিয়ে গণমাধ্যমকে থেকে যোগাযোগ করা হয় সংগীতশিল্পী অমির সঙ্গে। তিনিও প্রেম-বিয়ের কথা স্বীকার করেছেন। অমি বলেন, “গত বছর ‘ও জান রে’ শিরোনামে একটা গান করেছিলাম আমি। সে গানে মডেল হয়েছিল আঁচল। ওই কাজের সূত্রেই আমাদের ভালোলাগা ও ভালোবাসার শুরু। আসলে আঁচলকে বাইরে থেকে সবাই যেমনটা দেখেন, ও তেমন নয়। বাস্তবে ও খুব সহজ এবং সংসারী একটা মেয়ে। দুই পরিবারের সম্মতিতেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।’’

কবে নাগাদ বিয়ে হবে, সেই দিন-ক্ষণ এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানালেন অমি। তার ভাষ্য, ‘আমার পরিবার আঁচলকে খুবই পছন্দ করে। ও নিজেও এই পরিবারকে আপন করে নিয়েছে। আমার মা যখন অসুস্থ ছিলেন, তখন আঁচল অনেক সেবা করেছিল। সংসার জীবন নিয়ে ও খুব যত্নবান। করোনা পরিস্থিতির স্বাভাবিক হলে আগামী বছরই আমরা বিয়ে করব।’

বিয়ের পাশাপাশি হজ করার পরিকল্পনাও করছেন অমি ও আঁচল। এরপর তারা দু’জনেই শোবিজের কাজ কমিয়ে দেবেন। অমি মাঝেমধ্যে গান করবেন। আর আঁচল কেবল সেসব গানের ভিডিওতে কাজ করবেন। এর বাইরে কোনো সিনেমা বা নাটকে দেখা যাবে না এই নায়িকাকে।

উল্লেখ্য, আঁচলের সিনে ক্যারিয়ার শুরু হয় ২০১১ সালে ‘ভুল’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি আলোচনায় আসেন ‘জটিল প্রেম’ সিনেমা দিয়ে। তবে দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসিত হন ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমায় অভিনয় করে।

বর্তমানে আঁচলের হাতে রয়েছে ‘ঘর ভাঙা সংসার’ নামের একটি সিনেমা। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এতে ডিপজলের বিপরীতে দেখা যাবে তাকে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা