হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও সেবাদানকারীদের ওপর হামলা এবং সরকারি স্থাপনা ভাংচুরের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।
আরও পড়ুন : ট্রেনে কাটায় ২ ছাত্র নিহত
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল আহমেদ নাসেরের সভাপতিত্বে সোমবার (২২ জানুয়ারি) দুপুরে হাসপাতাল প্রাঙ্গনে এ প্রতিবাদ কর্মসূচী পালিত হয়। প্রতিবাদ কর্মসূচীর আলোচনা সভায় বক্তাগণ এ ন্যাক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি করেন।
এতে অংশগ্রহন করেন হাসপাতালের আবাসিক মেডিকেলঅফিসার ডাঃ রাজেন্দ্র দেবনাথ, মেডিকেল অফিসার ডাঃমাহজাবিন তাবাসুম, ডাঃ ফারজানা বিনতে মজিদ মলি,স্যানেটারী ইন্সপেক্টর সাহাদাত হোসেন, হেলথ ইনচার্জ আলীহোসেন, টিএলসিএ আশিকুর রহমান, নার্সিং ইনচার্জ শামছুন্নাহার, সিনিয়র নার্স রওশন আরা, শামীম সুলতানা, ক্যামেলিয়া আজাদ, আব্দুল হালিম, ডেন্টাল সহকারী দেলোয়ার হোসেনসহ আরও অনেকেই।
সান নিউজ/এমআর