জেলা প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় ২ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন : অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) ও একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪৫)।
আরও পড়ুন : ৬ আঞ্চলে ঝড়ের আভাস
স্থানীয়রা জানায়, বজ্রপাতের সময় ভিত্রিখেল ববরবন্দ গ্রামের আব্দুল মান্নান মাঠে কাজ করছিলেন। এ সময় তিনি বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। একইভাবে নিজ বাড়ির সামনে বজ্রপাতে মারা যায় নাহিদ।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বজ্রপাতে নিহতদের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রেরণ করা হয়েছে।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি বজ্রসহ বৃষ্টি চলাকালে সবাইকে বাড়তি নিরাপত্তা অবলম্বন করে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছেন।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            