জেলা প্রতিনিধি: সিলেট জেলার জকিগঞ্জে মসজিদের পুকুরে গোসল করতে নেমে আমিনুল ইসলাম আমিন (২৫) নামে ১ যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিলেরবন্দ জামে মসজিদের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট
নিহত যুবক, বিলেরবন্দ গ্রামের বাবুল আহমদের ছেলে।
নিহতের চাচাতো ভাই জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর হেলাল আহমদ বলেন, মৃত আমিনুল কিছুটা অসুস্থ ছিলেন। শুক্রবার জুমার নামাজে যাওয়ার জন্য পুকুরে গোসল করতে যান। এরপর তার ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন পুকুরে গিয়ে তাকে উদ্ধার করে। এর পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
এই ঘটনার পরে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলটি পরিদর্শন করেন।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            