সংগৃহীত
সারাদেশ

বিচ্ছেদের পরে দুধ দিয়ে গোসল

জেলা প্রতিনিধি: বাগেরহাটের রামপালের আকতারুল ঢালী নামের এক যুবক স্ত্রীর পাঠানো ডিভোর্স পেপারে স্বাক্ষর দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন।

আরও পড়ুন: বোমা বিস্ফোরণের গ্রেফতার ৩

রোববার (২৪ ডিসেম্বর) আকতারুল ঢালী বলেন, আমি কষ্টের সঙ্গে আনন্দিতও। সে আমার সংসারে থেকেও পরকীয়ায় লিপ্ত ছিল। এর আগেও সে চারবার ডিভোর্সের কাগজ আমাকে পাঠিয়ে ছিল।

আকতারুল ঢালী উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলতাফ ঢালীর ছেলে। শুক্রবার (২২ ডিসেম্বর) নিজ বাড়িতে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন আকতারুল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এছাড়া দুধ দিয়ে গোসলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

দুই সন্তানের দিকে তাকিয়ে সেই কাগজে আমি স্বাক্ষর করিনি। অনেকবার বুঝিয়ে তাকে সংসারে ফিরিয়েছি। কিন্তু সে কখনো আমার সংসারে সুখী ছিল না বলে দাবি করে। আমি অনেক সংসার টিকিয়ে রাখার সব ধরনের চেষ্টা করেছি। কিন্তু এবার সে পঞ্চমবারের মতো আমার কাছে ডিভোর্সের কাগজ পাঠিয়েছে। আমি তার নির্যাতন আর সহ্য করতে পারছি না। তাই ডিভোর্সের কাগজে স্বাক্ষর করে দিয়েছি।

আকতারুল ঢালীর প্রতিবেশী সানোয়ার সরদার বলেন, আকতারুল ঢালীর ২ সন্তানের কথা মাথায় রেখে এর আগে চারবার তার স্ত্রীকে বুঝিয়ে সংসারে ফিরিয়ে এনেছিল।

আরও পড়ুন: ট্রাকচাপায় যুবক নিহত

জানা যায়, ২০১২ সালের ২ ফেব্রুয়ারি উপজেলার গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর গ্রামের ইস্রাফিল ইজারাদারের মেয়ে ওমেনুর বেগমের সঙ্গে পরিবারিকভাবে বিবাহ হয় আকতারুলের। বিয়ের কিছুদিন পর তাদের মধ্যে নানা বিষয়ে মনমালিন্য হতে থাকে। এভাবেই চলতে থাকে তাদের সংসার। তাদের সংসারে আঁখি মনি (১১) মেয়ে ও আরিফুল ঢালী (৬) নামের একটি ছেলে সন্তান রয়েছে।

উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জানান, ঘটনাটি শুনেছি এবং দুধ দিয়ে গোসলের ভিডিও ফেসবুকে দেখেছি। আইনি প্রক্রিয়ায় তাদের ডিভোর্স হয়েছে। এখন আমাদের কিছু করার নেই। তবে দুটি সন্তান রেখে ডিভোর্সের বিষয়টি খুবই দুঃখজনক। আবার দুধ দিয়ে গোসল করাটা এলাকায় চাঞ্চল্যেরও সৃষ্টি করেছে।

সান নিউজ/এএন//এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা