জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় সড়কের পাশ থেকে হৃদয় (২৫) নামের এক অটোরিকশাচালকের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন: ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরাঞ্চল
রোববার (১০ ডিসেম্বর) রাত ১২ টায় উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্নপুর-সিটপাড়া সংযোগ সড়কের পাশের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হৃদয় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাতিখলা গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার বাগমারা গ্রামের (কলেজপাড়া) বিল্লাল পুলিশের বাড়িতে ভাড়ায় থাকতেন।
আরও পড়ুন: সড়কে প্রাণ গেল বাইক আরোহীর
ওই ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. সুমন মিয়া বলেন, রাতে কর্ণপুর-সিটপাড়া সংযোগ সড়কের পাশের গজারি বনে একটি অটোরিকশা উল্টে ছিল। এই সময় স্থানীয়রা গিয়ে অটোরিকশার পাশে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এসময় পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
নিহতের স্বজনরা বলেন, বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন হৃদয়। রাত ৮-১০টার মধ্যে দুর্বৃত্তরা তাকে খুন করে ফেলে যায়। তবে কি কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি এ মুহূর্তে বলা যাচ্ছে না। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সান নিউজ/এসকে