ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
আরও পড়ুন: নোয়াখালীতে দুই বাসের সংঘর্ষ, আহত ১৬
সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টায় দিবসের শুরুতেই এ উপলক্ষে আ’লীগ ও তাদের বিভিন্ন সহযোগী সংগঠন ও ঠাকুরগাঁও জেলা প্রশাসন পৃথকভাবে শোক র্যালি বের করে।
জেলা প্রশাসন, জেলা আ’লীগ, আ’লীগের সহযোগি অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কাঙ্গালি ভোজ
এ সময় উপস্থিত ছিলেন সাবেক পানি সম্পদ মন্ত্রী ও সংসদ সদস্য রমেশ চন্দ্য সেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান,পুলিশ সুপার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাদেক কুরাইশি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর প্রমুখ।
পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সান নিউজ/এইচএন