নিনা আফরিন,পটুয়াখালী: নানা আয়োজনে পটুয়াখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
আরও পড়ুন: সাঈদীর মরদেহ পিরোজপুরে নেওয়া হচ্ছে
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মু্রালে পুস্পস্তবক অপর্নের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা।
এসময় সাথে ছিলেন জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.আফজাল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, পটুয়াখালী প্রেসক্লাব, বিভিন্ন দফতর সমূহ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও গণভোজ
পরে ডায়াবেটিক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রামান্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং অসহায়দের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
আরও পড়ুন: অনিয়মের প্রতিবাদে সুবর্ণচরে শিক্ষার্থীদের বিক্ষোভ
এর আগে গতকাল সন্ধ্যায় আলোর মিছিল ও প্রদীপ প্রজ্জ্বলন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখা।
সান নিউজ/এইচএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            