প্রতীকী ছবি
সারাদেশ

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি : ফরিদপুরের সদরে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের খুঁটির টানার সঙ্গে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ইমামকে মারধর করল হাসপাতাল মালিক

সোমবার (১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার কৈজুরি ইউনিয়নের আকুইন ভাটপাড়া গ্রামের ক্লাব বাজারে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

নিহত যুবকের নাম- যুবরাজ শেখ (২১)। তিনি ওই এলাকার মৃত জাহাঙ্গীর শেখের ছেলে।

কৈজুরি ইউনিয়নের বাসিন্দা নাজিমুদ্দিন লেলিন জানান, দুপুর ১২টার দিকে বাড়ির পেছনে কাজ করতে যান যুবরাজ শেখ। এসময় সেখানে পড়ে থাকা পল্লী বিদ্যুতের খুঁটির টানার সঙ্গে বিদ্যুতায়িত হন যুবরাজ। পরে তাকে উদ্ধার করে ফরিদপুরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : সড়কে একই পরিবারের ৩ জন নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, মাসদুয়েক আগে পল্লী বিদ্যুতের পুরোনো খুঁটি পরিবর্তন করে নতুন খুঁটি প্রতিস্থাপন করা হয় যুবরাজের বাড়ির পাশে। কিন্তু খুঁটির সঙ্গে দেওয়া অ্যালুমিনিয়ামের তারের টানা মাটিতে গেড়ে রাখার বদলে পাশের একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

এ বিষয়ে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) এ কে এম আলাউদ্দিন বলেন, ‘যতটুকু জেনেছি, সকালে নিহত ওই ছেলেটি খাম্বার টানা খুলে কাজ করছিলেন। টানা খুলে দেওয়ার কারণে সেটি সঞ্চালন লাইনের সঙ্গে যুক্ত হয়ে যায়। এতে ছেলেটি বিদ্যুতায়িত হয়। এ দুর্ঘটনার কারণে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়।’

আরও পড়ুন : প্রশ্নের উত্তর দিতে না পারায় আত্মহত্যা!

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম এ জলিল বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা