আবু রাসেল সুমন, খাগড়াছড়ি : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অশোক বৈদ্য(৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।
আরও পড়ুন : ধর্ম প্রতিমন্ত্রী কাটলেন কৃষকের ধান
শনিবার (২৯ এপ্রিল) বিকেলে দীঘিনালা উপজেলার ভাঙ্গাবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অশোক বৈদ্য চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রনজিৎ বৈদ্যর ছেলে। বৈদ্য দীঘিনালা উপজেলার ব্র্যাক কার্যালয়ে কর্মরত ছিলেন।
আহতরা হলেন, যৌথ খামার এলাকার চয়ন কুমার ত্রিপুরা (২২) এবং চিত্ত মেম্বার পাড়ার ছায়া কুমার ত্রিপুরা (২২)।
আরও পড়ুন : পরীক্ষায় অনুপস্থিত ৩১৩ জনের মধ্যে ২০৯ জনই মেয়ে!
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার ভাঙ্গাবিল্ডিং এলাকায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়, এতে আহত হন অশোক বৈদ্য, চয়ন কুমার ত্রিপুরা এবং ছায়া কুমার ত্রিপুরা। এদের মধ্যে অশোক বৈদ্য ছিলেন গুরুতর আহত। পরে তাদের উদ্ধার করে দ্রুত দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অশোক বৈদ্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন : ট্রলারডুবিতে নিখোঁজ ৪ মরদেহ উদ্ধার
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কাজী আবদুল খালেক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সান নিউজ/জেএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            