মসজিদের মার্কেট থেকে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে মানববন্ধন-বিক্ষোভ
সারাদেশ

মসজিদের মার্কেট থেকে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে মানববন্ধন-বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া: প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর বাজার জামে মসজিদের উন্নয়নকাজ থেকে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। হয় ২০ লাখ টাকা, না হলে মার্কেটের পাঁচটি দোকান দিতে হবে- মসজিদ কমিটির কাছে এই দাবি করেছে ওই চক্রটি।

এ ঘটনায় পরিত্রাণ চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা।

সোমবার (১০ আগস্ট) বেলা সোয়া ১১টায় মোহনপুর বাজারে মানববন্ধনে বক্তব্য দেন মসজিদ কমিটির সভাপতি আব্দুল হামিদ, জ্যেষ্ঠ সহ সভাপতি ফজলুল হক শেখ, সাধারণ সম্পাদক শামছুল হক, আব্দুস সালাম, জসিম উদ্দিন, হাবিবুর রহমান, মতি মেম্বার, ফেরদৌস ও কামাল প্রমুখ।

বক্তারা বলেন, মসজিদের সার্বিক উন্নয়নে মসজিদের জায়গায় মার্কেট নির্মাণ করেছে কমিটি। ২৮ জন ব্যবসায়ী কাছ থেকে আড়াই লাখ টাকা করে নিয়ে তাদের জন্য ২৮টি দোকানঘর তৈরি করা হয়েছে। কিন্তু নির্মাণ কাজ শুরুর পর থেকেই স্থানীয় প্রভাবশালী আবু বকর, আব্দুল্লাহ, আব্দুর রউফ, মতালি, শাহীন, ইয়ামিন, মন্নু, ফুল মিয়া ও আমির আলী ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। আর চাঁদা না দিলে পাঁচটি দোকান দিয়ে দিতে বলছেন। এর ফলে কাজ শেষ হলেও ব্যবসায়ীদের দোকান বুঝিয়ে দেওয়া যাচ্ছে না।’

মসজিদের মার্কেট থেকে চাঁদা দাবির ঘটনাটিকে ন্যাক্কারজনক উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কাছে দাবি জানান বক্তারা। পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি বাজার প্রদক্ষিণ করে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী ইপিজেডে শ্রমিক হত্যাকান্ডের বিচার কর - বাসদ

নীলফামারী ইপিজেডে শ্রমিক হত্যাকান্ডের বিচারের দাবি করেছেন বাংলাদেশের সমাজতান্...

লক্ষীপুর পৌরসভায় মাসিক ৬৫ লাখ টাকা উদ্বৃত্তের পরও ঋণ ২৬ কোটি টাকা: প্রশাসক জসিম

লক্ষ্মীপুর পৌরসভা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, পৌরসভায় নিয়মের কোন বালাই ছিল...

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান অস্থিরতার জেরে বিশ্ববিদ্যালয় কর...

ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আর ৮ দিন বাকি আছে।...

বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিএনপি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা