নিজস্ব প্রতিবেদক:
খুলনা: খুলনার লবণচরা থানার সুঁড়িখাল মোড়ে রূপসা ব্রিজ সংযোগ সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুখ কসটেপ দিয়ে আটকানো ও গলায় কাপড় পেচানো অবস্থায় মরদেহ উদ্ধার ও আলামত সংগ্রহ করে।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল খায়ের বলেন, নিহত ব্যক্তি পুরুষ। মুখ কসটেপ দিয়ে আটকানো এবং গলায় কাপড় পেচানো রয়েছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে দেওয়া হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি।
সান নিউজ/ এআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            