নিজস্ব প্রতিনিধি:
ভোলা: দৌলতখানে অতি জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের কালিয়া গ্রামে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকা পরিদর্শন শেষে ভবানীপুর, সৈয়দপুর, হাজীপুর ও মদনপুর ইউনিয়নের ৫০টি পরিবারকে পাঁচ হাজার টাকা করে বিতরণ করেন। গত ৫ আগস্ট অতি জোয়ারের প্রভাবে ওই তিন ইউনিয়নের শত শত ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুরুল আলম খান, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান টিপু ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম নবী নবু।
আলী আজম মুকুল এমপি বলেন, ‘উজান থেকে নেমে আসা অতি জোয়ারের পানিতে দৌলতখানে নিম্নাঞ্চল প্লাবিত হয়। যার ফলে শত শত পরিবারের ফসল, মাছসহ ঘর-বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব পরিবার যেন ফের ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে তাদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছি। জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও চাল বিতরণ করা হবে। যেসব এলাকায় রাস্তাঘাটের ক্ষতি হয়েছে, সেগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা নেবো।’
সান নিউজ/ এআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            