নিরীহ পরিবারের চলাচলের পথ দখলে রাখার অভিযোগ 
সারাদেশ

নিরীহ পরিবারের চলাচলের পথ দখলে রাখার অভিযোগ 

নিজস্ব প্রতিনিধি:

মোংলা (বাগেরহাট): মোংলা পৌর শহরের কেওড়াতলা এলাকার একটি নিরীহ পরিবারের চলাচলের একমাত্র রাস্তা দখল করে রাখার অভিযোগ উঠেছে প্রতিবেশী আব্দুল বারীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে এই এলাকার আরো কয়েক ব্যক্তির ভূমিদখল ও হুমকি-ধামকি দেয়ার অভিযোগে থানায় একাধিক লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগীরা।

থানায় দাখিলকৃত অভিযোগ ও জিডিতে জানা গেছে, কেওড়াতলা এলাকায় একই ব্যক্তির কাছ থেকে জমি কেনেন কবির হোসেন ও অভিযুক্ত আব্দুল বারী। এরপর প্রভাবশালী বারী কেনা জমির পাশের রাস্তার জায়গাটুকুও দখল করে নেন। এদিকে জমি কেনার পর মৃত্যু হয় কবির হোসেনের। তার অসহায় স্ত্রী সন্তান বাড়ির পেছনের অংশে বসবাস করতে থাকেন। তাদের কেনা জমির দলিলে তিন ফুট রাস্তার উল্লেখ থাকলেও জোরপূর্বক সেটি দখল করে রেখেছেন প্রভাবশালী আবদুল বারী।

ন্যায়বিচার আর চলাচলের রাস্তা পেতে অন্য বাসিন্দা মরহুম নুর ইসলামের স্ত্রী সূর্য্য বানু লিখিত অভিযোগ করেছেন মোংলা থানায়।

একই এলাকার বাসিন্দা দন্ত চিকিৎসক মো. নুরুল ইসলামের মালিকানাধীন জমিও জোরপূর্বক দখল নিতে তার সঙ্গে প্রতিনিয়ত বিবাদ তৈরি করছেন বারী। এমন দাবি করে তিনিও মোংলা থানায় লিখিত অভিযোগ করেন। আরেক বাসিন্দা মো. শাহাদাৎ হোসেনের জমি দখলে নিতে তার সঙ্গেও দীর্ঘদিন বিরোধ তৈরি করে তাকেও নানা হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে মো. আব্দুল বারী ও তার দুই সন্তান নাইম মোল্লা ও হোসাইন মোল্লার বিরুদ্ধে মোংলা থানায় জিডি করেছেন তিনি।

অভিযোগকারীরা বলেন, ‘আবদুল বারী মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগে চাকরি করতেন। তিনি জামায়াতের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। এলাকায় তিনি একটি শক্তিশালী ভূমিদস্যু বাহিনী তৈরি করেছেন। লালন-পালন করেন কিছু মাদকসেবী। তার অত্যাচারে আমাদের মতো অনেক নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। তার অত্যাচার থেকে রক্ষা পেতে আমরা থানা পুলিশের সহায়তা চেয়েছি। পুলিশের নির্দেশনাও মানছেন না প্রভাবশালী আব্দুল বারী।’

মোংলা থানার এসআই অমিত কুমার বিশ্বাস বলেন, ‘লিখিত অভিযোগ পেয়ে বাদী-বিবাদীকে ডেকে তাদের কাগজপত্র দেখেছি। অভিযোগকারী সূর্য্য বানুর দলিলে চলাচলের রাস্তার কথা উল্লেখ রয়েছে। জমি-জমা নিয়ে যেন কোনো বিরোধ সৃষ্টি না হয়, সেজন্য রাস্তা ছেড়ে তাদেরকে দলিল মোতাবেক মাপজোক করে নিতে বলা হয়েছে।’

আব্দুল বারী বলেন, দলিলে উল্লেখ থাকলেও তিনি রাস্তা দিতে পারবেন না। চলাচলে সমস্যা হলে সূর্য্য বানুর সম্পত্তি তার কাছে বিক্রি করে দিতে পারেন। এ বিষয়ে সংবাদ না করতে তিনিসহ ছাত্রদলের পরিচয় বহনকারী এক মাদকসেবীকে দিয়ে সাংবাদিকদের ম্যানেজের অপচেষ্টাও চালান।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বতন্ত্র ‘স্বাস্থ্য সার্ভিস’ গঠনের সুপারিশ স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প...

ছেলের চুরির অপরাধে দুই মায়ের নাকে খত

ফেনীর পাঁচগাছিয়ায় এক বিএনপি নেতার বিরুদ্ধে ছেলেদের...

কটিয়াদীতে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে লিচুর বিচি গলায় আটকে মোহাম্...

বৈষম্যবিরোধীদের ‘অশালীন আচরণ ও হুমকির’ প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ত...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা করলে পাল্টা জবাব পাবে

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানে হামলা করলে তেহরান পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ার...

নীলফামারীতে দ্বীপ এগ্রো পরির্দশনে অতিরিক্ত সচিব

নীলফামারী সদর উপজেলার দ্বীপ এগ্রো পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অ...

বাগেরহাটে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কমিটি গঠন

বাগেরহাটে মোঃ সুজন মোল্লাকে উপদেষ্টা করে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কমিটি গ...

আমজাত পণ্যে ২০ হাজার কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা

চাঁপাইনবাবগঞ্জে আমজাত পণ্যে ২০ হাজার কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। পাশা...

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে তিন শিক্ষার্থী নিহত

বজ্রপাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া চর টেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্...

প্রশ্নবিদ্ধ উন্নয়ন, জলাবদ্ধতা থেকে রেহাই পাচ্ছে না নারায়ণগঞ্জবাসী

মাত্র কয়েক মিনিটের বৃষ্টি, তারপর যা হবার তাই; বলছি নারায়ণগঞ্জ মহানগরের কথা।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা