নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে তৃণমূলে ছড়িয়ে দিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের প্রত্যন্ত নগর মানিকদি গ্রামে দারোগাবাড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববারের (৯ আগস্ট) সভায় মুক্তিযোদ্ধারা যুদ্ধকালের গল্প শোনান গ্রামবাসীদের।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনকের জীবন ও কর্মের ওপর বিষদ এই আলোচনায় বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ হন স্থানীয়রা। সভায় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোকের মাসজুড়ে ইউনিয়নের অন্তত ১৫টি স্থানে কাঙালিভোজের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরীফ, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার ইমারত হোসেন, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পরিদর্শক (ওসি) গিয়াস উদ্দিন আরজু, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আজাদ টুলু, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান, ডা. মনিরুজ্জামান টিপু, হাসান মিয়া, অ্যাড. রুহুল আমিন, ডা. আতিয়ার রহমান, আবুল খায়ের মাতুব্বর, কমল দাস প্রমুখ।
মুক্তিযোদ্ধা ও আলোচকরা মুক্তিযুদ্ধকালীন নানা ঘটনা গ্রামবাসীর সামনে তুলে ধরেন।
সান নিউজ/ এআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            