নিজস্ব প্রতিনিধি:
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় পৃথক দুটি দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন দুজন।
রোববার (৯ আগস্ট) সকালে দর্শনা উপজেলা বাসস্ট্যান্ডে করিমন চালক সোহাগ (৩৫) ও দুপুরে সদর উপজেলার হাতিকাটায় বৃদ্ধ পথচারী তাহাজ্জদ আলী (৬৫) নিহত হন।
নিহত সোহাগ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুশোডাঙা গ্রামের আলাউদ্দিনের ছেলে। অন্যদিকে নিহত তাহাজ্জদ আলীর বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে দর্শনা বাসস্ট্যান্ডে নিজের করিমনের ইঞ্জিন নষ্ট হলে রাস্তার পাশে দাঁড়িয়ে মেরামত করছিলেন সোহাগ। এ সময় জীবননগর থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে দুপুর একটার দিকে বৃদ্ধ তাহাজ্জদ আলী হাতিকাটা মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে মেহেরপুরগামী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে রক্তাক্ত জখম হন তিনি। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে তিনি মারা যান।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাববুর রহমান জানান, ইউনিক পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। অন্য দুর্ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসটি পালিয়ে যায় বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান।
সান নিউজ/ এআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            