নিজস্ব প্রতিবেদক
রংপুর: পীরগঞ্জে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে রনি আক্তারকে হত্যা করে পালিয়ে গেছেন সাবেক দুলাভাই শফিউল ইসলাম শফি মিয়া। ঘাতককে গত তিনদিনেও গ্রেপ্তার করা যায়নি।
নিহত রনি উপজেলার আরিজপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে ও ঘাতক শফি একই গ্রামের ডিপটি মিয়ার ছেলে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেশ চন্দ্র জানান, গত শুক্রবার (৭ আগস্ট) দুপুরে ঢাকা ফেরার টিকিট কাটতে পীরগঞ্জ বাসস্ট্যান্ডে আসেন রনি। এ সময় সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সাবেক দুলাভাই শফি তাকে প্রকাশ্যে মানুষের সামনে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে রনির শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত ঝরতে থাকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। ময়না তদন্ত শেষে শনিবার (৮ আগস্ট) বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি আরও জানান, রনির বড় বোন সাবিনা বেগমকে বিয়ে করেছিলেন শফি। কিন্তু তার নজর পড়ে যায় শ্যালিকা রনির ওপর। সে কারণে সাবিনাকে তালাক দিয়ে রনিকে বিয়ে করতে নানাভাবে উত্ত্যক্ত করতেন শফি। উপায়ন্তর না পেয়ে ঢাকায় গিয়ে পোশাক কারখানায় কাজ নিয়েছিলেন রনি। সেখানে বগুড়ার ধুনট উপজেলার রুবেলের সঙ্গে প্রায় এক বছর আগে প্রেমের সূত্র ধরে বিয়ে হয়। তারা ঢাকায় ওই পোশাক কারখানায় একসঙ্গে থাকতেন। বিয়ের পর বাড়িতে ঈদ করতে এসেছিলেন রনি বেগম।
এ ঘটনায় নিহতের ভাই মনোয়ারুল ইসলাম হত্যা মামলা করেছেন। তবে এখন পর্যন্ত ঘাতককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সান নিউজ/ এআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            