নিজস্ব প্রতিনিধি:
নরসিংদী: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকীতে নরসিংদীতে আলোচনা সভা, কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের ভার্চুয়াল আলোচনা সভায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এতে অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কাওসার আজিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা আক্তার ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান প্রমুখ।
সকাল ৯টায় মাধবদী শহর আওয়ামী লীগের আয়োজন মাধবদী পৌরসভায় এবং দুপুরে জেলা মহিলা লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৃথক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাধবদীতে শহর আওয়ামী লীগের সভাপতি সালাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধবদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মোশাররফ হোসেন প্রধান মানিক। কাউন্সিলর হেলাল উদ্দিন মাস্টার, বাবুল ভূঁইয়া, আমেনা বেগম জোৎস্না, শাহানাজ আক্তার, মায়া রানী দেবনাথ প্রমুখ এতে বক্তব্য দেন।

জেলা মহিলা লীগের সভাপতি সুমি সরকার ফাতেমার সভাপতিত্বে অন্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু। সংগঠনটির সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় জেলা ও শহর আওয়ামী লীগ এবং এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা ফজিলাতুন্নেছা মুজিবের জীবনালেখ্য উত্থাপন করে বলেন, বঙ্গবন্ধুর প্রকৃত বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে তার অনেক অনুপ্রেরণা ও অবদান ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে তারা আরো বলেন, ফজিলাতুন্নেছা মুজিব মহান মুক্তিযুদ্ধের নেপথ্যে একজন শক্তিশালী গেরিলার ভূমিকায় অবতীর্ণ ছিলেন। তারা বঙ্গমাতাকে একজন ধার্মিক ও বিচক্ষণ মহিয়সী নারী হিসেবে বর্ণনা করেন।
সবশেষে দোয়া ও মিলাদ মাহফিলে বঙ্গমাতা ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ফজিলাতুন্নেছা মুজিব ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গেই সপরিবারে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত হন।
সান নিউজ/ এআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            